যৌনতার আগ্রহে স্তনের প্রতি আকর্ষণ চিরদিনের। কিন্তু সেই স্তনেই এক আশ্চর্য শুষ্কতা অনুভব করছেন? কেন হচ্ছে এমনটা? আসুন, শুনে নেওয়া যাক।
শীতের শুরু মানেই ত্বকে শুষ্কতার টান। কিন্তু এ শুষ্কতা সেই শুষ্কতা নয়। কেবল স্তন ও স্তনের বৃন্ত শুকনো লাগছে অস্বাভাবিকভাবে। নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য যে অঙ্গটির প্রতি বাড়তি গুরুত্ব দেন অধিকাংশ মহিলাই, সেখানেই সমস্যা হলে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। কিন্তু ঠিক কী কারণে হতে পারে এমনটা? আর তা থেকে রেহাই পাওয়ার উপায়ই বা কী? তাহলে খুলেই বলা যাক বরং।
আরও শুনুন: শীতের রোদ পোহানো নিছক শখ নয়, কাটতে পারে অবসাদও
শরীরের অন্যান্য অংশের তুলনায় স্তন ও স্তনবৃন্তের ত্বক এমনিতেই সামান্য আলাদা। তা তুলনায় বেশি কমনীয় এবং স্পর্শকাতর। ফলে সেখানে সহজেই প্রদাহ হয়। ত্বকে একজিমা বা এক ধরনের চর্মরোগ হলে প্রদাহের কারণে স্তনবৃন্ত শুকিয়ে যাওয়া, স্তনে র্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে। আবার অন্তঃসত্ত্বা অবস্থায় এই সমস্যা দেখা দিতে পারে। হরমোনের কারণেও স্তন ও স্তনবৃন্ত শুকনো লাগতে পারে। সমস্যা হতে পারে যথাযথ অন্তর্বাস ব্যবহার না করলেও।
আরও শুনুন: স্মার্টফোন আসক্তিতেই যৌন ক্ষমতা হারাচ্ছে পুরুষ, কেন এমন দাবি বিশেষজ্ঞদের?
সুতরাং এই সমস্যা থেকে রেহাই পেতে চাইলে প্রথমেই নিজের অন্তর্বাসের বিষয়ে খেয়াল রাখুন। বেছে নিন সঠিক অন্তর্বাস। সিনথেটিক বা অন্য কোনও কৃত্রিম কাপড়ের তৈরি পোশাক পরা এড়িয়ে চলুন। যে সুগন্ধি ব্যবহার করছেন, তা থেকে ত্বকে কোনওরকম প্রতিক্রিয়া হওয়াও কিন্তু অস্বাভাবিক নয়।
তবে যদি দেখেন, স্তনবৃন্ত থেকে কোনওরকম ক্ষরণ হচ্ছে, বা স্তনের আকার বদলে যাচ্ছে, তা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। কিন্তু সাধারণ চুলকানি বা শুষ্কতার ক্ষেত্রে সমস্যা মিটতে পারে নিজে সতর্ক হলেই।