একশো দিনের বকেয়া ইস্যুতে কথা রাখলেন অভিষেক। আর্থিক সাহায্য মিলল ৩ হাজার বঞ্চিতের। ‘লড়াইয়ে থাকুন’, চিঠি লিখে আহ্বান নেতার। আসন্ন আইপিএল-এ গুজরাট ছেড়ে মুম্বইয়ের পথে হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্সের দায়িত্ব বর্তাল শুভমান গিলের হাতেই। প্রেমের কানাঘুষোতেই অবশেষে শিলমোহর। পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন পরমব্রত। ব্যক্তিগত অনুষ্ঠানে আইনি বিয়ে সারলেন অভিনেতা।
হেডলাইন:
আরও শুনুন: 26 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- শুরু IPL-এর তোড়জোড়, শাকিব-সহ ১২ জনকে ছাড়ল KKR
বিস্তারিত খবর:
1. একশো দিনের কাজের বকেয়া ইস্যুতে কথা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী এবার বঞ্চিত কৃষক, শ্রমিকদের একাংশকে চিঠি লিখে আর্থিক সাহায্য পাঠালেন নেতা। একইসঙ্গে বঞ্চিতদের লড়াইয়ে থাকার ডাক দিলেন অভিষেক।
১০০ দিনের কাজের মতো কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পের কাজে প্রাপ্য বকেয়া পাননি বাংলার শ্রমিক, কৃষকরা। সেই বকেয়া মেটানোর দাবিতেই বঞ্চিতদের নিয়ে দিল্লি অভিযান করেছিল শাসকদল তৃণমূল। অভিষেকের নেতৃত্বে সেখানে কৃষিভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলেও কোনও আশ্বাস মেলেনি। এরপর অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্র বকেয়া টাকা না মেটালে নিজের তহবিল থেকেই তাঁদের আর্থিক সাহায্য দেবেন। সেই প্রতিশ্রুতিমতো সোমবার প্রথম দফায় ৩ হাজার বঞ্চিতকে সাহায্য পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “অভিষেক বলেছিলেন, প্রাপ্য আদায়ের লড়াই চলবে। আর যাঁরা দিল্লি গিয়েছেন, তাঁদের সাহায্য করা হবে। অভিষেক কথা রাখছেন।” যদিও এই টাকার উৎস নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি।
2. আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও মেলেনি ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা। আর সেই নমুনা সংগ্রহ নিয়েই এসএসকেএম হাসপাতাল এবং ইডির মধ্যে জোর টানাপোড়েন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করতে হবে ইডিকে, তার আগেই এসএসকেএমের পরিবর্তে জোকা ইএসআই হাসপাতালে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চায় কেন্দ্রীয় সংস্থা।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পায় ইডি। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। সেই স্বর মিলিয়ে দেখার জন্যই ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা চায় ইডি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ‘মানসিক চাপে’ রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। এই অবস্থায় তাঁর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে গেলে সেই চাপ বাড়তে পারে বলেই মত হাসপাতালের। তাই মেডিক্যাল রিপোর্টে সবুজ সংকেত দিতে নারাজ তারা। যদিও SSKM হাসপাতালের দাবি মানতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত প্রক্রিয়ায় বাধা দিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ ইডির। এদিকে, ‘বিজেপির নির্দেশে ইডি কাজ করে’, এই মন্তব্য করে পালটা জল্পনা উসকে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।