ভিউ-ই লক্ষ্মী, আর ভিউ-ই লক্ষ্য। তাই বাড়তি ভিউ পাওয়ার লোভে সোজা কফিনে ঢুকে মাটির নিচে চলে গেলেন ইউটিউবার। কী হল তারপর? আসুন, শুনে নেওয়া যাক।
সেধে মৃত্যুর অভিজ্ঞতা পেতে কে আর চান! কিন্তু এই যুবক ব্যতিক্রম। নিজের ইচ্ছেতেই কফিনে ঢুকেছিলেন তিনি। আর তারপর সেই কফিনবন্দি হয়েই চলে যান মাটির তলায়। যে অবস্থায় সামান্য সময় কাটানোর কথা ভাবলেও কেউ ভয় পেয়ে যাবেন, সেই পরিস্থিতিতেই টানা ৭ দিন ধরে থেকে যান এই যুবক। না, মরে যাওয়ার সাধ ছিল না তাঁর, কিন্তু মৃত্যুর পরের অভিজ্ঞতা পেতে চেয়েছিলেন তিনি। বলা যায়, সেই অভিজ্ঞতাকেই বিক্রি করতে চেয়েছিলেন। আসলে ফোর্বসের তালিকা অনুযায়ী, এই সময়ের সবচেয়ে বেশি ধনী ইউটিউবার তিনিই। আর সেই খ্যাতি ধরে রাখতেই নিত্যনতুন কনটেন্টের খোঁজ করে চলেন তিনি। তাই স্বেচ্ছায় কফিনবন্দি হয়ে নয়া চমক দেখিয়েছেন ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট।
আরও শুনুন: স্ত্রীকে অন্তঃসত্ত্বা করবেন পড়শি যুবক! ৭২ বার ‘দায়িত্বে’ ব্যর্থ হতেই মামলা স্বামীর
নানারকম দুঃসাহসিক স্টান্ট দেওয়ার জন্যই খ্যাত এই যুবক। তার জন্য নিজেকে বিপদে ফেলতেও দ্বিধাবোধ করেন না তিনি। সম্প্রতি তাঁর তেমনই একটি কাজের ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে, মাটির তলায় কফিনবন্দি হয়ে টানা ৭ দিন কাটিয়েছেন মিস্টার বিস্ট।
আসলে অত্যাধুনিক একটি কফিনে বন্দি হয়ে মাটির তলায় চলে গিয়েছিলেন তিনি। গর্ত খুঁড়ে সেখানে কফিন রেখে তার উপরে ২০ হাজার পাউন্ড কাদা-মাটি চাপা দেওয়া হয়েছিল। তবে কফিনে ওই যুবকের সঙ্গে খাবার, জল, বিছানা সবই ছিল। আর সেখানেই ছিল একাধিক ক্যামেরা। সেই ক্যামেরাতেই ভূগর্ভে জিমির এক সপ্তাহের যাবতীয় কার্যকলাপ ধরা পড়েছে। পাশাপাশি ওয়াকি টকির সাহায্যে মাটির তলা থেকে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি।
আরও শুনুন: ৩৪ লিটার মদ্যপান! নেশায় এক মাস কাবু যুবক! গড়লেন নতুন রেকর্ডও
এই প্রথমবার নয়, এর আগেও ২০২১ সালে ৫০ ঘণ্টার জন্য নিজেকে মাটির তলায় বন্দি রেখেছিলেন এই ইউটিউবার। এবারে নিজের রেকর্ড তিনি নিজেই ভেঙেছেন। কিন্তু সেই অভিজ্ঞতা যে তাঁর জন্য আদৌ সুখকর হয়নি, তা অকপটে জানিয়েছেন এই যুবক। তিনি জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে কোনও চিন্তা ছিল না তাঁর। জানতেন, নির্বিঘ্নেই আবার নিজের চেনা জগতে ফিরে আসবেন। কিন্তু ওই ৭ দিন তিনি নিশ্চিন্তে খেতে-ঘুমোতেও পারেননি। আবেগের ওঠাপড়া চলেছে, কেঁদে ফেলেছেন কখনও কখনও। কেউ যেন এমন ঘটনা না ঘটান, অনুরাগীদের উদ্দেশে সেই বার্তাও দিয়েছেন এই ইউটিউবার।