তৃণমূলের ‘বঞ্চনা’ দাবিতে সিলমোহর বঙ্গ বিজেপিরই। ১০০ দিনের বকেয়া চেয়ে সরব পদ্ম বিধায়করাও। প্রধানমন্ত্রীর কাছে দরবারের আশ্বাস রাজ্য সভাপতির। পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার অভিযোগ। হাই কোর্টে হাজিরা নির্বাচন কমিশনারের। ১৫ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হলফনামা, নির্দেশ বিচারপতির। আমডাঙায় পঞ্চায়েত প্রধান খুনের ৮ দিন পর গ্রেপ্তার ১। বানচাল বাংলাদেশে পালানোর ছক। বিধানসভায় প্রবেশ ও প্রস্থানের সময় সই করতে হবে বিধায়কদের। অধিবেশনের শুরুতেই নির্দেশ মুখ্যমন্ত্রীর। নয়া নিয়মে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ ফিরহাদের।
হেডলাইন:
আরও শুনুন: 23 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- কলকাতায় ফাইনাল হলে বিশ্বকাপ পেত ভারতই, দাবি মমতার
বিস্তারিত খবর:
1. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে এবার তৃণমূলের সুরেই সুর মেলাচ্ছেন বাংলার বিজেপি বিধায়করাও। শুক্রবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে সরব হয়ে পদ্ম বিধায়করা সাফ জানালেন, ১০০ দিনের কাজের টাকা না পেয়ে সমস্যায় প্রান্তিক মানুষজন। যত দ্রুত সম্ভব, কেন্দ্রকে এই টাকা দেওয়ার কথা বলা হোক। প্রয়োজনে চিঠি লেখা হোক প্রধানমন্ত্রীকেও। বিধায়কদের কথা শুনে এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দরবার করার আশ্বাস দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
মনরেগা সহ একাধিক যৌথ প্রকল্পের কাজ করা সত্ত্বেও বকেয়া পাননি বাংলার কৃষক, শ্রমিকরা। এই অভিযোগে কেন্দ্র বিরোধিতায় সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। অধিকার আদায়ের দাবিতে বঞ্চিতদের নিয়ে দিল্লি অভিযানও করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দু অধিকারী-সহ বঙ্গবিজেপির নেতারা রাজ্যের বকেয়া আটকে রাখার পক্ষেই সওয়াল করেছেন এর আগে। তবে বিরোধী দলনেতার বক্তব্যে আপত্তি জানিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, এতে ব্যুমেরাং হতে পারে। ওই ১০০ দিনের কাজের শ্রমিকদের মধ্যে দলেরও বহু সমর্থক রয়েছেন, তাঁরা বঞ্চিত হলে সমস্যাই বাড়বে। বাস্তবে তৃণমূলের সুরেই এবার বকেয়ার দাবি তুললেন বিজেপি বিধায়করাও।
2. পঞ্চায়েত নির্বাচনের সময় আদালত অবমাননার মামলায় এবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তাঁকে অভিযোগের জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁকে হলফনামা দিতে হবে। ৫ জানুয়ারির মধ্যে অন্য সব পক্ষকে পালটা হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
গত জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আদালতের নির্দেশ মেনে হয়নি। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। হাই কোর্টে শুনানির পর অবশেষে প্রধান বিচারপতির বেঞ্চ রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। সেই নির্দেশ মোতাবেক এদিন আদালতে হাজিরা দেন রাজীব সিনহা। জবাব দেওয়ার জন্য সপ্তাহ দুয়েক সময় চেয়ে আর্জি জানান তিনি। সেই আর্জি মেনেই নির্বাচন কমিশনারকে জবাবদিহি করার জন্য সময় বেঁধে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ জানুয়ারি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।