বিশ্বকাপে হারের হতাশা মাথায় নিয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা। তবে এখন কেমন আছেন ভারত অধিনায়ক, সে উত্তর শুনিয়ে দিয়েছে তাঁর ছোট্ট মেয়ে। বলা যায়, ছোটখাটো একটা সাংবাদিক সম্মেলনই সেরে ফেলেছে সে। আসুন, শুনে নেওয়া যাক তার কথা।
“বাবা ভালো আছে। এক মাসের মধ্যেই বাবা আবার হাসবে।” এ কথা বলতে একটুও দ্বিধা নেই ছোট্ট মেয়েটির। হ্যাঁ, সাংবাদিকদের সামনে আধো আধো গলায় এমনটাই সাফ জানিয়ে দিয়েছে রোহিত শর্মার মেয়ে সামাইরা। আর নেটদুনিয়ায় সে ভিডিও ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে ভেসেছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও শুনুন: ‘১৯৯০ সাল চলছে নাকি! ভারত জিতবে কী করে?’ রোহিত ব্রিগেডকে তুলোধোনা কেকেআর ‘গুরু’ গম্ভীরের
বিশ্বকাপে পরের পর ম্যাচে লাগাতার জয়, লিগ টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল অব্দি পৌঁছনো- সব মিলিয়ে এবার প্রত্যাশার পারদ চড়েছিল অনেকটাই। আর অধিনায়ক হিসেবে তার চাপ হয়তো সবচেয়ে বেশি করে টের পাচ্ছিলেন রোহিতই। হয়তো সেই কারণেই প্রতিটি ম্যাচে বাকি টিমকে যেভাবে আগলে রেখেছিলেন তিনি, তা চোখ এড়ায়নি ক্রীড়াপ্রেমীদের। ওপেনার হিসেবে মাঠে নেমে প্রথম থেকেই ধুন্ধুমার ব্যাটিংয়ে রান তুলে নিতে চেয়েছেন তিনি, যাতে পরের দিকে ব্যাটারদের উপর রান রেট বাড়ানোর চাপ না পড়ে। তার জন্য নিজের ব্যক্তিগত রেকর্ডের প্রতিও গুরুত্ব দেননি রোহিত। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা হয়নি। ফাইনালের শেষে জয়ের হাসি হেসেছে ক্যাঙারুরাই। কার্যত ভারতের নাকের ডগা দিয়ে কাপ ছিনিয়ে নিয়ে গিয়েছেন প্যাট কামিন্সরা। দীর্ঘ লড়াইয়ের পর যখন তীরে এসে তরী ডোবে, তখন কর্ণধারের মনের অবস্থা ঠিক কেমন হয়, রোহিতের মুখ দেখে সে কথা বুঝতে কারোরই বাকি ছিল না সেদিন। হয়তো শেষবারের মতোই বিশ্বকাপের ময়দানে নেমেছিলেন তিনি, কিন্তু ট্রফি না পাওয়ার হতাশা নিয়ে রোহিত থেকে গেলেন ট্র্যাজিক নায়ক হয়েই। যে দুঃখ মানিয়ে নিতে এখনও হিমশিম খাচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা, খোদ স্কিপার সে ঘটনার পর কেমন আছেন, তা নিয়ে উদ্বেগ রয়েছে অনেকের মনেই। আর সেই প্রশ্নের উত্তরই মিলেছে রোহিতের শিশুকন্যার বয়ানে। ভিডিওতে দেখা গিয়েছে, মা রিতিকা সাজদের সঙ্গে যেতে যেতে সাংবাদিকদের কথায় থমকে গিয়েছে সামাইরা। বাবা কোথায় আছেন, প্রশ্নের উত্তরে সে জানিয়েছে, ঘরেই আছেন রোহিত। তবে মাসখানেকের মধ্যেই যে বাবার মুখে হাসি ফুটবে, সে কথা বলতে ভোলেনি ছোট্ট মেয়েটি।
আরও শুনুন: পোশাক নিয়ে খোঁচা থেকে ধর্ষণের হুমকি! জেন্টলম্যান’স গেমের বদলে কি লড়াইয়েই পালটে গেল ক্রিকেট?
কথা হল, এই ভিডিওটি আসলে বছরখানেকের পুরোনো। নেটিজেনদের মতে, সম্ভবত রোহিতের করোনা সংক্রমণের সময় এই ঘটনা ঘটেছিল। কিন্তু বিশ্বকাপে হারের আবহে আবার সামনে এসেছে সেই ভিডিওটি। আর তা দেখেই মুখে হাসি ফুটেছে রোহিত-ফ্যানদের।