ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। অজি বোলিংয়ের সামনে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং। ২৪১ রানের টার্গেট তাড়া করতে মাঠে অস্ট্রেলিয়া।ছটপুজোতেও রাজ্যে দুদিনের ছুটি। ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। নামেই ‘সুবিধা’ ট্রেন, বিমানের চেয়েও ভাড়া বেশি, দাবি মমতার। তরুণী মৃত্যুতে ফের উত্তপ্ত মালদহ। রাস্তার দাবিতে বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। প্যালেস্টাইনকে ফের সাহায্য ভারতের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় কামিন্সের দল। এদিনও শুরুটা অন্য দিনের মতোই করেছিল টিম ইন্ডিয়া। রোহিতের মারকাটারি ব্যাটিংয়ে চার ওভারেই ৩০ রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। বিপর্যয়ের শুরু পঞ্চম ওভারে। স্টার্কের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে মিড-অনকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শুভমান গিল। এরপর ভারত দশম এবং একাদশ ওভারে পরপর ধাক্কা খায় ভারত। রোহিত আউট হন ব্যক্তিগত ৪৭ রানে। এরপর মাত্র ৪ রান করে আউট হয়ে যান শ্রেয়স আইয়ারও। মাঝে কে এল রাহুল এবং বিরাট কোহলির জুটি ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। কামিন্সের শর্ট বল থার্ড ম্যানে ঠেলতে গিয়ে প্লেইড অন হয়ে গেলেন বিরাট। এর পর ৯ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। ব্যক্তিগত ৬৬ রান নিয়ে ফেরেন কেএল রাহুলও। শেষদিকে সূর্যকুমার যাদব ১৮ রানের একটা ছোট্ট ইনিংসে ভর করে ভারতের যাত্রা থামে ২৪০ রানে। আপাতভাবে সহজ টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন ওয়ার্নার। যদিও বুমরাহ-শামির দাপটে ৩ উইকেট খোয়াতে হয় অজিদের। তারপর নতুন করে ছন্দে ফিরে ১৪৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। শেষ পাওয়া খবর অনুযায়ী ট্রাভিস হেড ১১৪ বলে ১২৮ রান, লাবুশানে ৯৭ বলে ৪৯ রানে ক্রিজে রয়েছেন। জয়ের আশা কমছে ভারতের।
2. ছটপুজো উপলক্ষে রাজ্যে দুদিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার কলকাতায় ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ঘোষণা করলেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রের উদ্দেশে মমতার কটাক্ষ,”দিল্লি তো ছুটিই দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। সবাই যাতে ভালোভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন, তার জন্য।” এদিন প্রথমে মুখ্যমন্ত্রী যান তক্তাঘাটে। সেখানে উপস্থিত সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানান। তিনিও যে ছটপুজো অর্থাৎ সূর্যে উপাসনা করেন, সেকথা উল্লেখ করেন। গঙ্গার পবিত্রতার কথা বলে আবেদন জানান, ছটপুজোয় যাতে সেই পবিত্রতা রক্ষা করা হয়। এর পর তিনি চলে যান বাবুঘাট লাগোয়া দইঘাটে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ পুরসভার একাধিক নেতা। তবে ছুটি ঘোষণার পাশাপাশি, ছটপুজোর পর শহরের সমস্ত ঘাট পরিষ্কারের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। সাফ জানিয়ে দেন, উৎসব শেষের পর সমস্ত ঘাট পরিষ্কার করে দিতে হবে। এক্ষেত্রে পুলিশকেও কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।