বেহাল রাস্তায় মেলেনি অ্যাম্বুল্যান্স। খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু মালদহের তরুণীর। ‘ভাগ্যের ফেরেই মৃত্যু’, বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রীর। ঘূর্ণিঝড় ‘মিধিলি’র রেশ কাটতেই রাজ্যে কমল তাপমাত্রা। ডিপফেক ভিডিও নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের। ভিডিও নিয়ন্ত্রণ না করলে প্রত্যাহার বাড়তি নিরাপত্তা। সোশাল মিডিয়াগুলিকে বড় হুঁশিয়ারি অশ্বিনী বৈষ্ণবের। ২০ বছর পর বিশ্বকাপে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। মেগা ফাইনালের আগে প্রহর গুনছে দেশ। খেলা ভারত-পাক ম্যাচের পিচে, স্পিন আতঙ্কে চিন্তিত অজিরা।
হেডলাইন:
আরও শুনুন: 16 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- জয়নগর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা আনিসুর, আটক আরও ৫
বিস্তারিত খবর:
1. বেহাল রাস্তায় মেলেনি অ্যাম্বুল্যান্স। খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু মালদহের তরুণীর। বছর উনিশের মামণি রায়ের মৃত্যুর ঘটনায় শোরগোল রাজ্যে। বেহাল রাস্তার দায় কার, এই ইস্যুতে শুরু রাজনৈতিক চাপানউতোর। এই পরিস্থিতিতে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর বক্তব্য, রাস্তার জন্য নয়, ভাগ্যের ফেরেই মৃত্যু ঘটেছে ওই তরুণীর। যদিও তাঁর এই মন্তব্য যে শাসক দল সমর্থন করছে না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “রাস্তার জন্য মৃত্যু হয়েছে, এভাবে বলা যায় না। তার কী পরিস্থিতি ছিল, সেটা দেখে বলতে হবে।” এই ইস্যুতে বিজেপি যে আক্রমণ শানাচ্ছে, তার পালটা দিয়ে কুণাল আরও বলেন, “যদি রাস্তা নিয়ে বিতর্ক হয়, তাহলে তার দায় বিজেপির। ওখানে তো এতদিন বিজেপির পঞ্চায়েত ছিল। তারা রাস্তার কাজ করেনি কেন?” সব মিলিয়ে এই ইস্যুতে শোরগোল রাজ্য রাজনীতিতে। তবে তারই মধ্যে জনরোষের চাপে দ্রুত রাস্তা তৈরির আশ্বাসে লিখিত মুচলেকা দিল স্থানীয় প্রশাসন। আগামী ৩ মাসের মধ্যেই রাস্তা তৈরি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেখানকার বিডিও ও আইসি।
2. বাংলায় লগ্নির জোয়ার আনতে এবার রাজ্যে আয়োজন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। সামনের সপ্তাহেই বসছে এই আসর, যেখানে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্যক্ষেত্রের তাবড় কর্তারা। আইটিসি, আরপি, অম্বুজা নেওটিয়া, চ্যাটার্জি, জেএসডব্লিউ গ্রুপের মতো একাধিক শিল্পগোষ্ঠীর কর্ণধারদের পাশাপাশি হাজির থাকতে পারেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার খোদ মুকেশ আম্বানি। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, পুর্ণেন্দু চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেওটিয়া, সজ্জন জিন্দালরা যেমন থাকছেন, তেমনই থাকতে পারেন হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানিও। আপাতত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দিকে যে সমস্ত অভিযোগের আঙুল উঠছে তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছেন নিরঞ্জনপুত্র দর্শন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই শিল্প সম্মেলনে দর্শন হীরানন্দানি ছিলেন বলেই শোনা গিয়েছিল। সেখানে এই সম্মেলনে হীরানন্দানি গ্রুপ থাকছে কি না, তার দিকে বাড়তি নজর থাকবেই। এদিকে আদানি শিল্পগোষ্ঠীর প্রধান গৌতম আদানি নিজে উপস্থিত থাকবেন কি না, সে কথা এখনও স্পষ্ট নয়। তবে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা সম্মেলনে হাজির থাকবেন বলেই জানা গিয়েছে। রাজ্যের শিল্প-বাণিজ্য ক্ষেত্রের পাশাপাশি ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই সম্মেলন বাংলার জন্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।