ওয়াংখেড়েতে শচীনের সামনেই বিরাট নজির কোহলির। ৫০ সেঞ্চুরি করে রেকর্ড ওয়ানডে-তে। তাণ্ডব রোহিতেরও, সাউদিদের দুরমুশ করে রানের পাহাড়ে ভারত। জয়নগর কাণ্ডের ২ দিন পর গ্রামে ফিরলেন ‘ঘরছাড়া’রা। ঘটনায় কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের। মর্মান্তিক দুর্ঘটনা কাশ্মীরে। হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। মৃত অন্তত ৩৬ যাত্রী। মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর।বিশ্বকাপে ভরাডুবির পরই নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। সব ধরনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেই নিজেকে সরালেন পাক ব্যাটার।
হেডলাইন:
আরও শুনুন: 14 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- জয়নগর কাণ্ডে গ্রেপ্তার ১, এলাকায় যেতে বাধা কান্তি-সুজন-নওশাদকে
বিস্তারিত খবর:
1. লিগ টেবিলে একটিও ম্যাচ না হেরে এক নম্বর দল হিসেবে সেমির লড়াই শুরু করেছিল ভারত। আর এবার ওয়াংখেড়েতে টস জিতে ধুন্ধুমার মেন ইন ব্লু-র। সেঞ্চুরির হাফসেঞ্চুরি করে বিশ্বকাপে শচীনের সর্বকালের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি রান করার নজির এখন কোহলির দখলে। এক্স হ্যান্ডেলে তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদিও।
এদিন প্রথমেই মারমুখী মেজাজে ৪৭ রান তুলে দলের সুর বেঁধে দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। বিশ্বকাপে ক্রিস গেইলের রেকর্ড ভাঙেন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে ৫০টি ছক্কা হাঁকানোর পাশাপাশি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার নজিরও গেল তাঁর দখলে। রোহিত আউট হলেও শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে রানের ঝড় তোলেন বিরাট কোহলি। গরমের কারণে পেশিতে টান ধরে গিলের, ৭৯ রানে রিটায়ার্ড হার্ট হন তিনি। বিরাটের পাশাপাশি সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ারও। বিরাট-শ্রেয়সের শতরান, কে এল রাহুলের ক্যামিও ইনিংস, গিলের ৮০ রানে ভর করে নিউজিল্যান্ডের সামনে ৩৯৭ রানের পাহাড় খাড়া করেছে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিরলেন ডেভন কনওয়ে। আগুনঝরা স্পেলে রাচিন রবীন্দ্রকে আউট করে জোড়া উইকেট শামির। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওভারে রান তুলেছে কিউয়িরা।
2. জয়নগরে তৃণমূল নেতা খুনের ২ দিন পর গ্রামে ফিরলেন ঘরছাড়ারা। যদিও তৃণমূল নেতা খুন, পালটা জনতার মারে অভিযুক্তের মৃত্যু, এলাকায় অগ্নিসংযোগ-সহ হিংসার ঘটনায় এখনও থমথমে এলাকা। গ্রামবাসীদের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তবে অনিশ্চয়তা সত্ত্বেও সন্তান কোলে নিয়ে বুধবার বিকেলের দিকে গ্রামে ফিরলেন ‘ঘরছাড়া’দের একাংশ। গ্রামে ঢোকার সময় মহিলাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতৃত্ব। তবে গ্রামবাসী ছাড়া অন্য কারোর গ্রামে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। কেন সিপিএম নেতৃত্ব ঢুকতে পারবে না, সে প্রশ্ন তোলেন গ্রামের মহিলারা। তা নিয়ে পুলিশের সঙ্গে বচসাও বাধে। স্থানীয়দের দাবি, পুলিশ চলে যাওয়ার পরই গ্রামে ফের অশান্তির আশঙ্কা করছেন তাঁরা। এলাকা যাতে ফের উত্তপ্ত না হয়ে ওঠে তা নিশ্চিত করতে সচেষ্ট পুলিশ ও প্রশাসন। ২৪ ঘণ্টা গ্রামে পুলিশ থাকবে বলেই আশ্বাস মহকুমা পুলিশের।
এদিকে এই পরিস্থিতিতে জয়নগর নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবনে ভাইফোঁটার অনুষ্ঠানে শামিল হওয়ার পর এই ইস্যুতে রাজ্যপাল জানান, “আইন আইনের পথে চলবে, রাজভবনও তার কর্তব্য পালন করবে। হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র আইনি ব্যবস্থা নয়, সামাজিক পদক্ষেপ নিতে হবে।” অবিলম্বে এই হিংসার সংস্কৃতি বন্ধ করতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।