আর দুয়ারে সরকারের জন্য অপেক্ষা নয়। এবার সারা বছরই আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা নবান্নের। কৃষকদের জন্য বরাদ্দ অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ। ইডির জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুরের। নির্দেশ জেল হেফাজতের। নজরুলগীতির বিকৃতি নিয়ে ক্ষুব্ধ চুরুলিয়ার কাজী পরিবার। হুঁশিয়ারি আইনি পদক্ষেপের। প্রতিবাদের ডাক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের। বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডই।
হেডলাইন:
আরও শুনুন: 10 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- কালীপুজোতে বাড়ছে মেট্রো, বাজি নিয়ন্ত্রণে বাড়তি নজর প্রশাসনের
বিস্তারিত খবর:
1. শুধু দুয়ারে সরকার শিবিরে নয়। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে সারা বছরই। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করল নবান্ন।
২০২১ নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো ২০২১ সালের নভেম্বর মাসে রাজ্যে এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের মাসিক ১০০০ টাকা ও অন্যান্য মহিলাদের জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়। শুরুতে এই ভাতা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। ৬০ বছর পেরিয়ে গেলে তাঁরা পেতেন বার্ধক্য ভাতা। গত রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, এবার ষাটোর্ধ্ব মহিলারা বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা করে পাবেন। এতদিন রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ শিবির চলাকালীনই এই প্রকল্পে আবেদন করা যেত। কিন্তু কোনওভাবে দুয়ারে সরকার শিবিরে আবেদন করতে না পারলে আবার পরের শিবিরের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। কিন্তু এবার জানানো হল, কোনও মহিলার বয়স ২৫ পূর্ণ হলেই সারা বছর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। গ্রামাঞ্চলের মহিলারা বিডিও অফিসে, শহরাঞ্চলের মহিলারা এসডিও অফিসে এবং কলকাতা পুরসভা এলাকায় পুরসভা ভবনে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে কোনও ত্রুটি না থাকলে, তখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত হয়ে যাবে বলে জানিয়েছে নবান্ন।
2. কৃষকদের জন্য বরাদ্দ করা ধান কেনার সহায়ক মূল্য নিয়েও নয়ছয়ের অভিযোগ উঠল এবার। রেশন দুর্নীতির সূত্রে ইডির জেরায় এহেন বিস্ফোরক তথ্য ফাঁস জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের। শনিবার ব্যাঙ্কশাল আদালতে সেই তথ্য পেশ করলেন ইডির তদন্তকারীরা। জানালেন, নিজের পরিচিতদের ‘কৃষক’ সাজিয়ে সেই টাকা পাইয়ে দেওয়া হত। আর সেই অর্থ ঢুকত বাকিবুরের অ্যাকাউন্টে। পাশাপাশি বাকিবুরের আরও দাবি, কোনও প্রমাণ ছাড়া বিনা সুদে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন শুনানিতে ইডির আর্জি, কীভাবে আর্থিক দুর্নীতি হয়েছে, তার তদন্ত করার জন্য ধৃতকে জেল হেফাজতে রাখার প্রয়োজন। পাশাপাশি, তদন্তকারী আধিকারিক যাতে জিজ্ঞাসাবাদ করতে পারেন সেই অনুমতিও চায় ইডি। সওয়াল জবাব শেষে বাকিবুর রহমানকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২২ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।