দুর্গাপুজোর পর কালীপুজোতেও বাড়ছে মেট্রো। ভিড় সামলাতে পথে ৫ হাজার পুলিশ। বাজি নিয়ন্ত্রণেও বাড়তি নজর প্রশাসনের। ধূপগুড়ি উপনির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক রাজনীতি করতে দেবেন না, ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে সাফ কথা অভিষেকের। শহিদ দিবসেও নন্দীগ্রামে জারি তৃণমূল-বিজেপি চাপানউতোর। এখনই গ্রেপ্তার নয় বিদ্যুৎ চক্রবর্তীকে। নজরুলের গানে বিকৃতির অভিযোগে উত্তাল দুই বাংলা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. দুর্গাপুজোর পর কালীপুজোতেও বাড়ছে মেট্রো। দক্ষিণেশ্বর এবং কালীঘাটে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ দুটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার অর্থাৎ কালীপুজোর দিন ডাউন এবং আপ লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে। সকালে নির্দিষ্ট সময়েই শুরু হবে পরিষেবা। দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। তবে বাড়তি মেট্রো পাওয়া যাবে রাতে। কালীপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে রাত ১০টায় ছাড়বে শেষ মেট্রো। যদিও জোকা-তারাতলা এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধই থাকবে।
এদিকে কালীপুজোর ভিড় সামলাতে শহরে নামছে প্রায় পাঁচ হাজার পুলিশ। বিসর্জনের দিন থাকছে ৬ হাজার পুলিশ। বাজি নিয়ন্ত্রণেও বাড়তি নজর প্রশাসনের। কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
2. পাখির চোখ লোকসভা নির্বাচন। ধূপগুড়ি উপনির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের তারিখের পর যে কোনও দিন পাহাড়ে যেতে পারেন নেত্রী।
পায়ের চোটে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন। একটু সুস্থ হতেই পুরোদমে প্রশাসনিক কাজকর্ম শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনক্ষণ স্থির না হলেও ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। এ দফায় উত্তরবঙ্গে দুটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সঙ্গেও দেখা করতে পারেন মমতা। রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি। তবে আপাতত পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। ২০১৯ লোকসভায় উত্তরে ভালো ফল করেনি তৃণমূল। এবার তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাসকদল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।