কথায় আছে,’টাকা দিয়ে সুখ কেনা যায় না’। কিন্তু এই হোটেলে রাত কাটালে সেই ধারণা মিথ্যে মনে হতেই পারে। তবে তার জন্য যা খরচ হবে তা অবশ্যই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। জানেন বিশ্বের সবথেকে দামী হোটেলে রাত কাটানোর খরচ কত? আসুন শুনে নিই।
সারাদিনের ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে হোটেলে ফিরে বিশ্রাম। বেড়াতে গেলে হোটেলের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক ওতটুকুই। কিন্তু এমনটা কখনও শুনেছেন, হোটেলটাই কারও ঘুরতে যাওয়ার ঠিকানা! স্রেফ ওই হোটেলে রাত কাটাতেই সেখানে হাজির হন অনেকে। তা এই হোটেল যে বিলাসবহুল হবে, তা বলাই বাহুল্য। কিন্তু আরও একটা কারণে হোটেলটা বিশেষ পরিচিতি পেয়েছে।
আরও শুনুন: এক দিনের সুলতান… দেশের এইসব হোটেলে এক রাত কাটানোর খরচ প্রায় ৪ লক্ষ টাকা
তা অবশ্যই হোটেলটার খরচ। কোথাও একবার ঘুরতে গেলে যে টাকা খরচ হয়, এই হোটেলে রাত কাটানোর খরচ তার কয়েক গুণ। এমনকি সেই টাকায় আস্ত একটা বাড়ি, গাড়ি সব কেনা সম্ভব। ভাবছেন তো ঠিক কত টাকা খরচ হবে এই হোটেলে একরাত কাটাতে? ভারতীয় মুদ্রায় ৮৩ লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও সত্যি। স্রেফ একটা রাত কাটাতেই দিতে হবে এতগুলো টাকা। বদলে কী সুবিধা পাওয়া যাবে?
সেই হিসাবের থেকে কী পাওয়া যাবে না , সেই হিসাব করা ভালো। কারণ এমন কিছুই প্রায় নেই যা ওই হোটেলে মিলবে না। যদিও এই হোটেল আমাদের দেশে নয়। দুবাইয়ের জনবহুল এক শহরে এই হোটেল রয়েছে। নাম অ্যাটলানটাস দ্য রয়াল। স্রেফ দুবাই নয়, যে কোনও দেশের উচ্চবিত্তরা এই নামের সঙ্গে বিশেষ ভাবে পরিচিত। সম্প্রতি সেখানে ঘুরে এসেছেন বলি তারকা অনন্যা পাণ্ডের বোন অলন্যা পাণ্ডে। তিনিও সোশ্যাল মিডিয়ার চেনা মুখ। কোথাও বেড়াতে গেলেই সেখানকার ভিডিও বা রিল নেটদুনিয়ায় পোস্ট করেন অলন্যা। সম্প্রতি দুবাইয়ের রয়েল হোটেলে রাত কাটিয়েও সেই কাজ করেছেন তিনি। ভিডিও এবং ছবিতে হোটেলের সবথেকে বিলাসবহুল ঘরটি ঘুরিয়ে দেখিয়েছেন অলন্যা। সেইসঙ্গে জানিয়েছেন সেখানে ঠিক কি কী রয়েছে?
আরও শুনুন: এক রাতের খরচ ৬১ লাখ! কোন দেশে রয়েছে এমন বিলাসবহুল হোটেল?
যে কোনও হোটেলেই নির্দিষ্ট একটা ঘরের ভাড়া সবথেকে বেশি হয়। দুবাইয়ের এই হোটেলেও সেইরকম একটা সুইট রয়েছে। যার মধ্যে রয়েছে ৪ টি বেডরুম, প্রত্যেকটা ঘরের সঙ্গে বাথরুমও রয়েছে। তাও আবার সাধারণ স্নানঘর নয়, প্রত্যেকটাই স্টিম বাথরুম। রয়েছে বিশাল এক কনফারেন্স হলও। লাইব্রেরি, কিচেন এসব তো রয়েছেই। তবে মূল আকর্ষণ এর মধ্যে থাকা একটি বার। সেইসঙ্গে রয়েছে গেমরুমও। সবমিলিয়ে একেবারে আধুনিকতম বিলাসীতার মোড়কে মুড়ে রাখা হয়েছে হোটেলের এই বিশেষ অংশটিকে। তাই বলে হোটেলের বাকীটা নেহাত ফেলনা নয়!সুইমিং পুল থেকে শুরু করে সব রকমের বিলাসীতার ব্যবস্থা রয়েছে এই হোটেলে। একইসঙ্গে হোটেলটি সমুদ্রের একেবারে পাশে। তাই পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যও ভরপুর উপভোগ করতে পারবেন এখানে। একইসঙ্গে হোটেলে বিভিন্ন অনুষ্ঠান বা গালা ইভেন্ট লেগেই থাকে। তবে এতটাকা খরচ করার সাধ্য তো সবার নেই। তাই আপাতত অলন্যার পোস্ট করা ছবি ভিডিও দেখেই, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন নেটিজেনদের একাংশ।