দেশ জুড়ে দূষণ ঠেকাতে পদক্ষেপ শীর্ষ আদালতের। শুধু দিল্লি নয়, গোটা দেশেই নিষিদ্ধ বাজি পোড়ানো। রাজ্যগুলিকে সতর্ক করে মনে করাল সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের দিকে নজর কংগ্রেস, বাম, বিজেপির। একযোগে সমর্থন নওশাদকে। টাকার বিরুদ্ধে প্রশ্ন ইস্যুতে চাপে মহুয়া মৈত্র। তৃণমূল নেত্রীকে বাঁচাতে মরিয়া কংগ্রেস শিবির। এথিক্স কমিটিতে দলীয় সাংসদদের সরব হওয়ার নির্দেশ শীর্ষ নেতৃত্বের। বিহারে সংরক্ষণ পদ্ধতিতে আমূল বদলের সম্ভাবনা। এবার মোট সংরক্ষণ বেড়ে হতে পারে ৭৫ শতাংশ। জাতি সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা নীতীশের।
হেডলাইন:
আরও শুনুন: 6 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ‘নিজের নামে স্টেডিয়াম বানাই না’, নাম না করে মোদিকে কটাক্ষ মমতার
আরও শুনুন: 5 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আটে আট ভারত, বিরাট ম্যাজিকে মুগ্ধ কলকাতা
বিস্তারিত খবর:
1. গোটা দেশেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দূষণ। তা রুখতেই এবার আরও সতর্কতার কথা মনে করিয়ে দিল শীর্ষ আদালত। গত সাতদিন ধরে মাত্রাছাড়া দূষণে জেরবার রাজধানী দিল্লি। সেখানে ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে বাজি পোড়ানো। এ ছাড়া প্রতিবার উৎসবের মরশুমে গোটা দেশে দূষণের অন্যতম কারণ হয়ে ওঠে আতসবাজি। এই অবস্থায় নতুন করে দেশ জুড়ে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট । এর আগেও অবশ্য একই পথে হেঁটেছিল শীর্ষ আদালত। ২০২১ সালে এক নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছিল, শুধুমাত্র দিল্লি নয়, গোটা দেশের জন্য কার্যকর হবে বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা। মঙ্গলবার সব রাজ্যকে সেই কথা মনে করিয়ে দিল শীর্ষ আদালত। দূষণ রুখতে শীর্ষ আদালত যে তৎপর, রাজ্যগুলিকে তা স্মরণ করিয়ে দিয়েই সতর্কতার বার্তা দিল সুপ্রিম কোর্ট।
2. লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে নজর সব রাজনৈতিক দলের। ইতিমধ্যেই এই কেন্দ্রে রেকর্ড ভোটে দুবার জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কাজের নিরিখে তিনি ইতিমধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু চব্বিশের আগে তৃণমূল নেতাকে চক্রব্যূহে বেঁধে ফেলতে চাইছে বিরোধীরা। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা সংখ্যালঘু। আর সেখানে বিরোধীদের তুরুপের তাস তরুণ, জনপ্রিয় নেতা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আর সেই নাম ভাসিয়ে দেওয়ার কারিগর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু ভাঙড়ে তৃণমূলকে হারিয়ে বিধানসভায় পৌঁছেছেন আইএসএফের নেতা নওশাদ। তাই লোকসভার লড়াইয়ের তাঁর উপর ভরসা রাখতে বিশেষ দ্বিধা করছেন না জোটের বাকি শরিকরা। তবে তাঁদের পালটা দিতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে ‘ডায়মন্ড ব্যাটল’-এ নজর সবপক্ষের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।