দোষ প্রমাণের আগেই গ্রেপ্তার কেন? নবান্ন থেকে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। নাম না করেও জ্যোতিপ্রিয়র পাশে থাকার বার্তা মমতার। ভুল চিকিৎসায় বেড়েছে শারীরিক সমস্যা, জানালেন মুখ্যমন্ত্রী। নবান্নে না-আসা নিয়ে বিরোধীদের কুৎসার পালটা মমতার। স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতায় সরব বিরোধীরা। বিশ্বভারতীর ফলক বিতর্কে আরও কড়া রাজ্যপাল। রবীন্দ্রনাথের স্মৃতি মোছার চেষ্টা বরদাস্ত নয়, সাফ বার্তা আনন্দ বোসের। রাজ্যে আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে, বিজ্ঞপ্তি দিয়ে দিনক্ষণ ঘোষণা করল বোর্ড।
হেডলাইন:
আরও শুনুন: 30 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- সিঙ্গুর জমি বিবাদে টাটার জয়, ৭৬৬ কোটির খেসারত দেবে রাজ্য
বিস্তারিত খবর:
1. জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে একযোগে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না নিয়েও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি তাঁর পাশেই আছেন।
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা গ্রেপ্তার হওয়ার পর সেভাবে তাঁদের পাশে দাঁড়ায়নি দল। কিন্তু রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয়র পাশে যে দল পুরোপুরিই থাকছে, তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, “সব মিনিস্টারকে অ্যারেস্ট করে দিচ্ছে কিছু না কিছু করে। পশ্চিমবঙ্গ সরকারকে কাজই করতে দেবে না।” কেন্দ্রীয় এজেন্সি সুপ্রিম কোর্টের গাইডলাইনও অমান্য করছে বলেই অভিযোগ তাঁর। তাঁর কথায়, “দোষ প্রমাণের আগেই অ্যারেস্ট করে নিচ্ছে। একটা লোককে কিছু প্রমাণ হওয়ার আগেই চোর বলে দেগে দিচ্ছে।” রেশন দুর্নীতির জন্য এদিন উলটে বাম আমলকেই কাঠগড়ায় তুলেছেন মমতা। তিনি অভিযোগ করেন, বাম আমলে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। সেই কার্ডে রেশন তুলে খোলাবাজারে বিক্রি হত। তদন্ত শুরু করলে সব তথ্যই বেরিয়ে আসবে বলে এদিন বিরোধীদের কার্যত হুঁশিয়ারিই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. ৫৫ দিন পর বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বিরোধীদের কুৎসার জবাবে এদিন পালটা দিলেন তিনি। সাফ জানালেন, “মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেটাই অফিস। আমি ১৩দিন স্পেনে গিয়েছি। পুজোর ছুটি রয়েছে। ক্যাবিনেট মিটিংও ধরেছেন। পুজো উদ্বোধন ধরেছেন। বড়জোর বলতে পারেন ১২-১৩ দিন। তা না, ৫৫ দিনের হিসাব।” পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে তিনি খোলাখুলিই জানালেন নিজের শারীরিক অসুস্থতার কথা। তাঁর ভুল চিকিৎসা হয়েছিল, হাসপাতালের নাম না করেও তাৎপর্যপূর্ণভাবে এই অভিযোগ করলেন মমতা। অবশ্য স্পেন থেকে ফিরে এসএসকেএমের চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছিল তাঁর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভুল চিকিৎসার কারণে তাঁর সেপটিকের মতো হয়ে গিয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি লাগাতার কাজ করে গিয়েছেন বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুজোর দিনগুলিতে ভোর চারটে পর্যন্ত জেগে কাজ করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।