নারয়ণ মূর্তির বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। সম্প্রতি ৭০ ঘণ্টা কাজ প্রসঙ্গে এমনই সওয়াল করলেন মাহিন্দ্রা সিইও। ঠিক কেন এই দাবি, সেই ব্যাখ্যাও স্পষ্ট করেছেন নিজেই। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। সম্প্রতি ঠিক এমনটাই দাবি করেছেন ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তি। স্বাভাবিকভাবেই এই দাবি ঘিরে রীতিমতো উত্তাল নেটদুনিয়া। একদিকে দেশের তরুণ তুর্কিরা এর বিরোধিতা করতে শুরু করেছেন। অন্যদিকে মূর্তির সমর্থনে এগিয়ে এসেছেন একাধিক শিল্পপতি। তালিকায় রয়েছেন টেক মাহিন্দ্রার সিইও সি পি গুরনানিও।
আরও শুনুন: অনুপ্রেরণা খোদ প্রধানমন্ত্রী! সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের প্রস্তাবে সায় সজ্জন জিন্দালের
নেটদুনিয়া থেকে বিভিন্ন মহলে যখন প্রবল সমালোচিত হচ্ছেন নারায়ণ মূর্তি, তখন তাঁর পাশেই দাঁড়িয়েছেন মহিন্দ্রার এক উচ্চপদস্থ আধিকারিক। তাঁর মতে, মূর্তির এই দাবির সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হচ্ছে। গুরনানি মনে করছেন, কাজ বলতে স্রেফ কোনও নির্দিষ্ট সংস্থার জন্যই কাজ করার কথা এখানে বলা হয়নি। টানা ৭০ ঘণ্টা কোনও একটা সংস্থায় কাজ করতে হবে না। স্রেফ ৪০ ঘণ্টাই এর জন্য যথেষ্ট। সেই হিসাবে, সপ্তাহে ৫ দিন ৮ ঘণ্টা করে কাজের কথাই বলা হয়েছে। সুতরাং এতে আপত্তি হওয়ার কোনও কারণ নেই। তাহলে বাড়তি ৩০ ঘন্টায় ঠিক কী কাজ করার কথা বলছেন মূর্তি? মহিন্দ্রা সিইও-র কথায়, ওই ৩০ ঘণ্টা নিজের জন্য ব্যয় করতে হবে। অর্থাৎ স্রেফ নিজের কাজটুকু করলেই হল না, কীভাবে উত্তরোত্তর নিজের উন্নতি করা যায় সেদিকেই নির্দেশ করেছেন তিনি। সেইসঙ্গে তাঁর আরও দাবি, বছরে ১০ হাজার ঘণ্টা নিজের জন্য ব্যয় করুক সকলে। ঠিক কী করলে নিজেকে আরও উন্নত করা যায়, দেশের তরুণদের সেই নিয়ে ভাবনা-চিন্তা করতে অনুরোধ করেছেন তিনি। মহিন্দ্রা প্রধান সাফ জানিয়েছেন, এমনটা করতে পারলে অনায়াসে নিজেকে অনন্য হিসেবে গড়তে পারবেন যে কেউ। যা সামগ্রিক ভাবে গোটা দেশের উন্নতিতে সাহয্য করবে।
Have been reading about the outrage to Narayana Murthy’s 70 hour work statement..
I believe when he talks of work, it’s not limited to the company.. it extends to your self and to your country.. He hasn’t said work 70 hours for the company – work 40 hours for the company but…
— CP Gurnani (@C_P_Gurnani) October 29, 2023
বলা বাহুল্য, তাঁর এই ব্যখ্যার সমর্থনও জানিয়েছেন অনেকেই। কারও মতে, সত্যিই এই অতিরিক্ত সময় অনায়াসে নিজেকে গড়ে তোলা যায়। কেউ কেউ এইভাবে উচ্চশিক্ষা বজায় রেখেছে বলেও দাবি করেছে নেট্মহলে। একইসঙ্গে যাঁর জন্য এই আলোচনার শুরু, সেই নারায়ণ মূর্তির প্রশংসাও করেছেন কেউ কেউ। মূর্তিকে দূরদৃষ্টি সম্পন্ন বলে উল্লেখ করেছেন তাঁরা। তবে সরাসরি তাঁর ৭০ ঘণ্টার কাজের প্রস্তাবটিকে সমর্থন জানাননি তাঁরা। যে যাই ব্যাখ্যা করুন, মূর্তির দাবি অনুযায়ী সকলেই একপ্রকার ভেবে নিয়েছেন কোনও নির্দিষ্ট সংস্থায় সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে বলেছেন ওই শিল্পপতি। নাওয়া-খাওয়া ভুলে কাজ করানোর বার্তা যে আদতে শ্রমিকের অধিকার হরণেরই কৌশল, এই অভিযোগেই তাই সরব দেশের বহু মানুষ।
আরও শুনুন: ১০০ টাকা আবার ঘুষ নাকি! আদালতের রায়ে বেকসুর খালাস সরকারি অফিসার
These entrepreneurs are great visionary leaders but sometimes their statements are really dangerous for common people.
Because they speak in highly intellectual language which is sometimes very difficult to interpret and understand by commoners.
— Hitendra Khatri 🇮🇳 (@hitendrakhatri) October 29, 2023