দেশের নামবদলের জল্পনা এবার এগোল আরও এক ধাপ। দেশের ভেতরে নানা কাজে যেমন ইন্ডিয়া-র বদলে ভারত নাম ব্যবহার করে চলেছে কেন্দ্র সরকার, এবার প্রায় তেমনটাই করল এক আন্তর্জাতিক সংস্থা। কার্যত ডিজিটাল শিলমোহর পড়ল ভারতের নামে। আসুন, শুনে নেওয়া যাক।
বদলে যেতে পারে দেশের নাম, এই জল্পনায় সম্প্রতি উত্তাল জাতীয় রাজনীতি। জি-২০ বৈঠক থেকে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মঞ্চ, বারে বারে সেই আলোচনায় ঘি ঢেলেছে। ইন্ডিয়া বনাম ভারতের নাম নিয়ে সেই বিতর্কে এবার যেন একরকমের ডিজিটাল শিলমোহর পড়ে গেল। সৌজন্যে আর কেউ নয়, খোদ গুগল। আগে যে গুগল ম্যাপে দেশের মানচিত্র খুঁজে পেতে হলে লিখতে হত ‘ইন্ডিয়া’, এখন সেখানে ‘ভারত’ লিখলেই কেল্লা ফতে। দেখা যাচ্ছে, দেশের পতাকার ‘ডিজিটাল কোড’ সহ পর্দায় ফুটে উঠছে এ দেশের মানচিত্র। অর্থাৎ হিন্দিতে ভারত লেখা হোক, বা ইংরেজিতে ‘ইন্ডিয়া’, একই মানচিত্র দেখাচ্ছে গুগল ম্যাপ। শুধুমাত্র গুগল ম্যাপে নয়, প্রযুক্তি সংস্থার অন্য প্ল্যাটফর্মেও, যেমন গুগল সার্চ, গুগল ট্রান্সলেটর, গুগল নিউজের মতো অ্যাপেও মিলছে একই ফল। হিন্দিতে ইন্ডিয়ার অনুবাদ করতে দিলে, গুগল তা হিন্দুস্তান এবং ভারতবর্ষ বলে দেখাচ্ছে। যদিও এই ইস্যুতে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেয়নি গুগল। তবে ইন্ডিয়া ও ভারত উভয়কেই যে দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এই বহুজাতিক সংস্থা, সে কথাই মেনে নিচ্ছে ওয়াকিবহাল মহল।
আরও শুনুন: অনুপ্রেরণা খোদ প্রধানমন্ত্রী! সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের প্রস্তাবে সায় সজ্জন জিন্দালের
আসলে বিরোধী জোটের নামে ‘ইন্ডিয়া’ শব্দটি ব্যবহার হওয়ার পর থেকেই উসকে উঠেছে দেশের নামবদলের জল্পনা। দেখা যাচ্ছে, বারেবারেই দেশকে ভারত বলেই সম্বোধন করছেন মোদি সরকারের নেতামন্ত্রীরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেল মন্ত্রকের তরফে ‘ইন্ডিয়া’ বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জি-২০ সমাবেশের আগে রাষ্ট্রপতি ভবনের পাঠানো চিঠিতে ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ লেখা হয়েছিল। এমনকি সমাবেশেও প্রধানমন্ত্রী মোদির সামনের ফলকে লেখা ছিল ‘ভারত’। রাষ্ট্রসংঘের অধিবেশনে আবার ‘নমস্তে ফ্রম ভারত’ দিয়ে কথা শুরু করে শেষে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’। অবশ্য আগেও তিনি মনে করিয়ে দিয়েছিলেন, সংবিধানেই উল্লেখ করা হয়েছে, ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’। অর্থাৎ ইন্ডিয়াই ভারত। এবার কার্যত সেই কথারই স্বীকৃতি মিলল গুগলের মতো বহুজাতিক সংস্থার তরফেও।