বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির। অশুভকে নাশের প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটে শুভকামনা জানালেন অমিত শাহ-ও। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। দশমী থেকেই আবহাওয়া বদল রাজ্যে। একাদশী পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় জারি নিষেধাজ্ঞা। পুজোর আবহে পরপর দুর্ঘটনা। উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় পথের বলি ৩। ঠাকুর দেখতে গিয়ে দশমীর সকালে উদ্ধার অশোকনগরের যুবকের দেহ।
হেডলাইন:
আরও শুনুন: 23 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’, দশমীতেও ভাসবে কলকাতা সহ ৬ জেলা
আরও শুনুন: 22 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- মহাষ্টমীর মহানন্দে মাতোয়ারা বাঙালি, অঞ্জলি দিলেন রাজ্যপাল
বিস্তারিত খবর:
1. পুজো শেষে দশমী তিথিতে দেবী বিদায়ের পালা। বিজয়া দশমীতে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘সারাদেশে আমার পরিবারের সদস্যদের বিজয়া দশমীর শুভেচ্ছা। এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির অবসানের পাশাপাশি জীবনে শুভকে অবলম্বন করার বার্তা নিয়ে আসে। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা।’ এক্স হ্যান্ডল থেকে বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘সমস্ত ভাইবোনকে হার্দিক শুভেচ্ছা জানাই দশমীর এই পবিত্র মুহূর্তে।’ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ”সমস্ত দেশবাসীকে বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা জানাই। অধর্মের অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যের ওপর ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন।” সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও।
2. ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে রাজ্যে বদলাতে শুরু করেছে আবহাওয়া। কয়েক পশলা বৃষ্টিতেও ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত এই গভীর নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলার দিঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এগোচ্ছে। বুধবার দুপুরে এটি বাংলাদেশ স্থলভাগে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপ রূপে। তবে স্থলভাগে ঢোকার আগে এটি শক্তি হারাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে দশমীর মতোই, একাদশীর দিন কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার উন্নতি হবে বেলার দিকে। ২৭ অক্টোবর, শুক্রবার কার্নিভালের দিন কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। এদিকে একাদশীর বিকেল পর্যন্ত উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও আপাতত সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।