ভালোবাসার অভাব বলেই বিচ্ছেদ? উঁহু। এখানে ঘটেছে তার উলটো ঘটনা। স্বামীর প্রবল ভালোবাসাতেই নাকি তিতিবিরক্ত স্ত্রী। আর তাই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
আজকের দিনে বিয়ে ভাঙার ঘটনা আকছারই ঘটছে। একসঙ্গে পথ চলতে গিয়ে মতের অমিলের জেরে পথ আলাদা করে নিচ্ছেন অনেকেই। আবার কোনও ক্ষেত্রে এই ভাঙন গড়াচ্ছে তিক্ততায়। কিন্তু সেইসব বড় ছোট কারণের বাইরেও কি ডিভোর্সের ঘটনা ঘটছে না? তেমনই একগুচ্ছ কারণের তালিকা বানিয়ে ফেলেছেন এক আইনজীবী, যেখানে বিয়ে ভাঙার কারণগুলিকে রীতিমতো অভিনব বলা চলে। আর তাঁর সেই তালিকাটিই ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
আরও শুনুন: বিয়ে ভাঙলেও নেই রেহাই! অন্য পুরুষের কাছে চড়া দামে বিক্রি স্ত্রী, অদ্ভুত প্রথা রাজস্থানে
কিছুদিন আগে উত্তরপ্রদেশের একটি ডিভোর্সের ঘটনা প্রকাশ্যে এসেছিল। যেখানে বিয়ের মাত্র দেড় বছরের মাথাতেই বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। তাঁর অভিযোগ শুনে চোখ কপালে উঠেছিল সকলের। ওই মহিলা দাবি করেছিলেন, তাঁর প্রতি স্বামীর মনোযোগের ঘাটতি হয় না কখনও। স্ত্রীর যাবতীয় চাওয়া পাওয়া মেটাতেও তিনি এক পায়ে খাড়া। তাঁদের দাম্পত্যে কখনোই ঝগড়াও হয়নি, কেন-না স্বামী তেমন কোনও ত্রুটিও ঘটাননি। আর এমন নিখুঁত ভালোবাসা মোটেও পছন্দ হয়নি ওই মহিলার। তাই সরাসরি আদালতের দ্বারস্থ হয়ে মহিলা জানিয়েছিলেন, স্বামীর অতিরিক্ত ভালোবাসার কারণেই বিচ্ছেদ চাইছেন তিনি।
সম্প্রতি এই ঘটনাই ফের উঠে এসেছে বিচ্ছেদের কারণের ওই তালিকায়। সেখানে অবশ্য কোনও স্থান কাল পাত্রের উল্লেখ নেই। এমনিই ডিভোর্সের নানা আজব কারণ নিয়ে ওই তালিকাটি বানিয়েছেন মুম্বইয়ের এক আইনজীবী, তানিয়া আপ্পাছু কওল। শুধু এই একটি কারণই নয়, আরও নানারকম অভিনব ঘটনা তুলে এনেছেন তিনি। যেমন এক স্ত্রী অভিযোগ করেছেন, ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে তাঁকে মোটেই সময় দিচ্ছিলেন না স্বামী। আবার এক স্বামীর দাবি, মধুচন্দ্রিমায় গিয়ে তাঁর স্ত্রী যে পোশাকটি পরেছিলেন, তা অশালীন। তাই আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না তিনি। কারও অভিযোগ, স্ত্রী নাকি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করতে অস্বীকার করেছিলেন। স্ত্রীর রান্না না করা নিয়েও আপত্তি তুলেছেন কেউ কেউ।
আরও শুনুন: ‘সাত পাক ছাড়া বৈধ নয় হিন্দু বিয়ে’, মন্তব্য আদালতের, কেন এই রীতি পালিত হয় জানেন?
ইতিমধ্যেই ১৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। সেখানে বলা কারণগুলির মধ্যে কোনও কোনও কারণ বেশ অভিনব, তাতে সন্দেহ নেই। তবে স্ত্রীর প্রণাম না করা কিংবা রান্না না সেরে কাজে বেরোনো নিয়ে যারা আপত্তি তুলে ডিভোর্স চেয়েছেন, সেখানে পিতৃতন্ত্রের চেনা সুরটিই শোনা যাচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা।