আবহাওয়া দপ্তর বলছে, এবারের পুজোয় বৃষ্টি-‘অসুর’ বড্ড জ্বালাবে। সেই আশঙ্কায় অনেকের কপালে এখন থেকেই চিন্তার ভাঁজ। তবে বৃষ্টির জেরে পুজোয় বেরোনো মাটি হলেও, বাড়িতে সময় কাটাতে সমস্যা হবে না। কারণ এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ। কোন কোন সিনেমা বা সিরিজ রয়েছে এই তালিকায়? আসুন শুনে নিই।
ঘুম ভেঙেছে মেঘ ডাকার শব্দে। এদিকে ক্যালেন্ডারে চোখ যেতেই দেখলেন, ‘সপ্তমী’। কোথায় ঢাকের আওয়াজে ঘুম ভাঙবে, তা না, সকাল থেকে মেঘের গর্জন। ঘর থেকে বেরোনোর উপায় নেই। পাড়ার প্যান্ডেলে যে বসবেন, সেই আশাতেও জল ঢেলেছে ‘বৃষ্টি’। ভাবতে কষ্ট হলেও, আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক কিছু পূর্বাভাস যা জানাচ্ছে, তাতে হয়তো এমন দৃশ্যই সত্যি হয়ে উঠবে। এবার সত্যিই যদি এমনটা হয়, তাহলে কী করবেন পুজোয়? চিন্তা নেই, ঘরে বসে এইসব সিনেমা বা ওয়েব সিরিজ দেখে নিশ্চিন্তে কাটিয়ে দিতেন পারেন এবারের পুজো।
আরও শুনুন: Durga Puja 2023: সংখ্যায় অসংখ্য পুজোসংখ্যা, রামের অকালবোধনে রাবণই হবেন পাঠক!
বাঙালির আবেগ দুর্গাপুজো। সে কথা মাথায় রেখে প্রতি বছর পুজোর সময় বেশ কিছু বাংলা সিনেমা মুক্তি পায় পুজোর সময়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কিন্তু বৃষ্টি পড়লে তো হলে যাওয়ার উপায় নেই। তাই দুধের স্বাদ মেটাতে পারেন ঘোলে। অর্থাৎ এমন কিছু সিনেমা যা কিছুদিন আগে বক্স অফিস কাঁপিয়েছে, দুর্গাপুজোর মধ্যেই সেসব আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। একেবারে নিশ্চিতভাবে তালিকায় রয়েছে, ‘OMG 2’ এবং ‘গদর 2’-এর মতো সিনেমাগুলি। যদি পুজোর আগে কাজের চাপে দেখে না থাকেন, তবে এই অবকাশে তা দেখে নিতে পারেন। তবে অনেকেই মনে করছেন, পুজোর আবহে ওটিটিতে আসতে পারে শাহরুখের জওয়ান-ও। আর তেমনটা হলে শাহরুখ ফ্যানরা যে সিনেমাটি আরও একবার দেখতে বসবেন তা বলাই বাহুল্য। তবে শুধু হিন্দি নয়, বাংলার ক্ষেত্রেও কিছু নতুন সিনেমা ওটিটিতে দেখা যাবে। তালিকায় রয়েছে অপরাজিতা, মধুমিতা অভিনীত ‘চিনি-২’। এ ছাড়া পুজোর আগেই মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। এই সিরিজও পুজোর সময় মাস্ট ওয়াচ হতেই পারে। পাশাপাশি বেশ কিছু বাংলা ওটিটিতে পুরনো দিনের প্রায় সমস্ত কালজয়ী সিনেমা রয়েছে। বারবার দেখলেও সেসব তো আর পুরনো হয় না। তাই চাইলেই সেইসব সিনেমা ফের দেখা যেতে পুজোয়। তবে ওটিটির যুগে বাংলা-হিন্দি-ইংরাজির ভেদ কমেছে ভালোমতোই। তাই বাংলা ছাড়াও অন্য ভাষার সিরিজও দেখার তালিকায় রাখা যেতে পারে।
আরও শুনুন: নামে সিংহবাহিনী, অথচ বাহন ঘোড়া! দেবী দুর্গার এই বাহনের কী বিশেষত্ব জানেন?
সেক্ষেত্রে এবার পুজোর মধ্যেই মুক্তি পেতে চলেছে বেশ কিছু হিন্দি ওয়েব সিরিজ। তালিকার প্রথমেই রয়েছে, ‘কালা পানি’। আশুতোষ গাইকোয়াড়ের এই ওয়েব সিরিজের জন্য অপেক্ষা করা যেতে পারে। এ ছাড়া পুজোর সময় দেখার তালিকায় থাকতে পারে, ‘মুম্বই ডায়েরিজ-২’, ‘খুফিয়া’, ‘সুলতান অফ দিল্লি’-র মতো সিরিজ রাখা যেতেই পারে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে ‘ফ্যামিলি ম্যান’, কিংবা ‘স্পেশাল ওপস’-এর মতো সিরিজগুলির পরবর্তী পর্বের। এমনটাও শোনা যাচ্ছে, পুজোর আবহে সেইসব মুক্তি পেতে পারে। তাহলে সেইসব সিরিজও অবশ্যই দেখার তালিকায় যোগ হবে, তা বলাই বাহুল্য। তবে সিনেমা, সিরিজ ছাড়াও, এবারের দুর্গাপুজোর আকর্ষণ হতে পারে বিশ্বকাপ ক্রিকেট। এমনকী অষ্টমীর দিনেও থাকছে ভারতের ম্যাচ। তাই বৃষ্টিতে নিতান্তই আটকে পড়লে খেলা দেখেও সময় কাটাতে পারেন। আর বৃষ্টি না হলে তো কথাই নেই। নিদেনপক্ষে যদি সারাদিন বৃষ্টি না হয়, তাহলেও এক ফাঁকে বেরিয়ে বাড়ির কাছের হলে পৌঁছে যেতে পারেন। সেখানে একদিকে অপেক্ষা করবে দেব অভিনীত ‘বাঘাযতীন’, অন্যদিকে থাকছে কোয়েলের ‘মিতিনমাসি’। আছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় জুটির ‘রক্তবীজ’। চাইলেই পুজোর সময় সেইসব দেখা যেতে পারে। আর একান্তই বৃষ্টিতে আটকে পড়লে ওটিটি ভরসা! পুজোর আমেজ খানিকটা মার খেলেও তাতে ছুটির আমেজ অবশ্য ফিকে হবে না।