বলিউডের ব্যবসায় নেমেছিল খরা। প্রথমে ‘পাঠান’ পরে ‘জওয়ান’ হয়ে সেই পতিত জমিতে সোনা ফলিয়েছেন যিনি, তিনি নান আদার দ্যান শাহরুখ খান। অথচ তাঁর স্ত্রী, স্বয়ং গৌরীই নাকি এক সময় চেয়েছিলেন শাহরুখের সিনেমা ফ্লপ হোক। কিন্তু কেন?
‘লাস্ট অফ দ্য স্টারস’- নিজের সম্পর্কে হাসতে হাসতেই এ কথা বলেছিলেন শাহরুখ (Shah Rukh Khan)। দেখা গেল, তা শুধু কথার কথা নয়। একজন ‘স্টার’কে ইন্ডাস্ট্রির জন্য যে দায়িত্ব পালন করতে হয়, তা তিনি শুধু করেছেন তাই-ই নয়; যেভাবে করেছেন তাতে গোটা ইন্ডাস্ট্রিই নতুন একটা দিশা পাচ্ছে। করোনা এবং তার পরবর্তী সময়ে বদলে যাওয়া সিনেমার ধারার সঙ্গে যেন মানিয়ে নিতে পারছিল না বলিউডের ভাবনা। ব্যবসা মার তো খাচ্ছিলই, সিনেমার কন্টেন্ট নিয়েও নান প্রশ্ন উঠছিল। দর্শক ক্রমশ হয়ে উঠছিলেন দক্ষিণমুখী। এক রকমের বিভাজন রেখা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল।
আরও শুনুন: বলিউডে পা রেখেছেন সদ্য, অথচ এই নায়িকার রয়েছে ১০০ কোটির সম্পত্তি, নিজস্ব প্লেনও
ঠিক সেই আবহেই শাহরুখ ফিরলেন লাস্ট অফ স্য স্টারসের মহিমাতেই। মুছে দিলেন সমস্ত ভেদরেখা। বলিউডের ব্যবসার মরা গাঙে জোয়ার আনল ‘পাঠান’। পরে ‘জওয়ান’ এসে দক্ষিণ-উত্তরকে এমন ভাবে মেলাল যে ভেদাভেদ ভুলে আবার জয় হল সিনেমারই। এমনকী অক্সিজেন পেয়েছে সিঙ্গল স্ক্রিনগুলোও। বলিউডের বাদশা যে তাঁকে এমনই এমনই বলা হয় না, অভাবনীয় সাফল্য দিয়েই তা ফের প্রমাণ করেছেন শাহরুখ। অথচ তাঁর স্ত্রী নাকি চাইতেন শাহরুখের সিনেমা তেমন না চলুক।
শুনে খটকা লাগতে পারে। খোদ গৌরী তো শাহরুখের অনেক ছবির প্রোডিউসরও বটে! তাহলে তিনি ফ্লপ চাইবেনই বা কেন! আসলে যে সময় গৌরী এসব কথা ভাবতেন, তখন সিনেমা, ইন্ডাস্ট্রি এ সব সম্পর্কে তাঁর ধারণা তেমন স্পষ্ট ছিল না। শাহরুখ খান, নিজেও তখন স্টার হয়ে ওঠেননি। গৌরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, শাহরুখ যে ঠিক কখন স্টার হয়ে উঠলেন তা তিনি বুঝতেই পারেননি। খুব অল্প বয়সেই দুজনের বিয়ে। শাহরুখ চাইছেন তৎকালীন বম্বেতে তাঁর আধিপত্য প্রতিষ্ঠা করতে। অতএব দুজনেই দিল্লি ছেড়ে তখন চলে এসেছেন মুম্বইতে। কিন্তু মায়ানগরীতে থাকতে তখন একদমই ভালো লাগত না গৌরীর। তখন ভাবতেন, শাহরুখের সিনেমা ফ্লপ হলেই ভালো হয়। তাহলে তাঁরা আবার দিল্লি ফিরে যাবেন।
আরও শুনুন: মহিলারা যে সিনেমা ভালোবাসেন সেটাই সুপারহিট, সাফল্যের ‘সিক্রেট’ জানালেন নাসিরুদ্দিন শাহ
তারপর দিন বদলেছে। পালটে গিয়েছে প্রেক্ষাপট। দিনে দিনে শাহরুখ হয়ে উঠেছেন বলিউডের অদ্বিতীয় বাদশা। ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে নিজের পরিচিতি তৈরি করেছেন গৌরীও। আর তাই পুরনো সেই দিনের কথা মনে করে হেসেই ফেলেন গৌরী। আর তাঁর গল্প শুনতে শুনতে অসংখ্য শাহরুখ অনুরাগী হয়তো ভাবেন, ভাগ্যিস সেদিন গৌরীর মনোবাসনা পূর্ণ হয়নি! নইলে কি আর দেশ পেত তার প্রিয় শাহরুখ খানকে!