রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধরনা চলবে রাজভবনের গেটে। নয়া কর্মসূচি ঘোষণা অভিষেকের। অভিষেক-মামলায় ইডিকে নথি পেশের সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। ‘দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন।’ তৃণমূলের রাজভবন অভিযানের মাঝেই প্রস্তাব আনন্দ বোসের। ঘোষিত হল চলতি বছরের সাহিত্যে নোবেল। পুরস্কার পেলেন নরওয়ের সাহিত্যিক জন ফোসে। রেকর্ড ভেঙে পদকের দৌড় জারি ভারতের। তিরন্দাজিতে লক্ষ্যভেদ ভারতীয় মহিলা দলের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সূচনা বিশ্বকাপের।
হেডলাইন:
আরও শুনুন: 03 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ধরনারত ‘বঞ্চিত’রা প্রাপ্য পাবেনই, টাকা দেওয়ার বড় ঘোষণা অভিষেকের
বিস্তারিত খবর:
1. তৃণমূলের তরফে আগাম কর্মসূচি ঘোষণা সত্ত্বেও নির্ধারিত সময়ে রাজভবনে নেই রাজ্যপাল। বৃহস্পতিবার তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচি আংশিকভাবে পালিত হলেও নতুন করে কর্মসূচি ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানালেন, ”যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা হবে, তাঁর কাছে আমাদের দাবিদাওয়া পেশ করতে পারব, ততক্ষণ এই ধরনা চলবে। আমি নিজে এখানেই রাত কাটাব।” তবে তার আগে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে রাজভবনে গিয়ে বাইরে থেকেই একটি স্মারকলিপি জমা দেবেন দলের প্রতিনিধিরা, জানিয়েছেন অভিষেক।
একশো দিনের বকেয়া আদায়ের দাবিতে বঞ্চিতদের নিয়ে দিল্লিতে কৃষি ভবন অভিযান করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। উলটে হেনস্তা হতে হয় অভিষেক-সহ প্রতিনিধিদের। এর প্রতিবাদে বৃহস্পতিবার একই দাবিতে রাজভবন অভিযান করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেইমতো এদিন সকাল থেকে রাজভবনের নর্থ গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন দলের কর্মী, সমর্থকরা। কিন্তু বর্তমানে রাজভবনে নেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি না ফেরা পর্যন্ত ধরনা চলবে বলেই এবার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। “‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের পথ অবলম্বন করেই তৃণমূল রাস্তায় নেমেছে”, সাফ জানিয়ে দিলেন তৃণমূল নেতা।
2. আর একদিনও বাড়তি সময় নয়। অভিষেক-মামলায় ইডিকে নথি পেশের সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১০ অক্টোবরের মধ্যেই এই সংক্রান্ত সমস্ত নথি আদালতে পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারীদের। ১২ তারিখ স্ক্রুটিনি। তারপর তাঁকে সমন পাঠানো নিয়ে সিদ্ধান্ত হবে বলেই জানিয়েছে আদালত। আদালতের নির্দেশ, এসব নথিতে সন্তুষ্ট না হলে ফের অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো যাবে, তবে ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস পাঠাতে হবে। দলীয় কর্মসূচির সময়ে বারবার অভিষেককে তলবের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছিল হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। পরে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই আদালতের নির্দেশ, আগামী ১০ তারিখের মধ্যে অভিষেকের সম্পত্তির যাবতীয় নথি পেশ করতে হবে। তবে পুজোর মাঝে অর্থাৎ ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে তলব করা যাবে না তাঁকে। এদিকে এদিনও বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে ইডি। গত ১৯ মাস ধরে তদন্তে অনেক কিছুই খুঁজে পায়নি ইডি, এমনই মন্তব্য করে ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।