পাত্র, তবে মাটির। হ্যাঁ, মূল বিয়ের আগে সেই মাটির পাত্রকেই বিয়ে করার নির্দেশ পেলেন এক তরুণী। স্বামীর কল্যাণের জন্যই নাকি এহেন নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কী ঘটেছে তারপর? আসুন, শুনে নেওয়া যাক।
বিশ্বসুন্দরী, সফল অভিনেত্রী, জনপ্রিয় তারকা… এতগুলো পালক ছিল মুকুটে। কিন্তু বিয়ের সময় এ সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল ঐশ্বর্য রাই-এর মাঙ্গলিক তকমা। যে কারণে অভিষেক বচ্চনকে বিয়ের আগে গাছের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয় বলে জল্পনা শোনা গিয়েছিল। কথা হচ্ছে, এমন প্রথা কিন্তু এ দেশে নতুন নয়। ভারত যতই চাঁদে যাক, বিজ্ঞান গবেষণায় বিশ্বের দরবারে খ্যাতি কুড়িয়ে নিক, তবুও বিয়ে নিয়ে এখনও নানারকম লোকাচারকে অন্ধের মতোই মেনে চলেছে এ দেশের সমাজ। তার মধ্যেই একটি হল, বিয়ের আগে পাত্রের বদলে অন্য কোনও কিছুর সঙ্গে কনের বিয়ে দেওয়া। বিশ্বাস, এর ফলে নাকি আয়ু বাড়ে পাত্রের। আর সম্প্রতি তেমন ঘটনারই মুখোমুখি হয়েছিলেন মুম্বইয়ের এক তরুণী।
আরও শুনুন: ‘সাত পাক ছাড়া বৈধ নয় হিন্দু বিয়ে’, মন্তব্য আদালতের, কেন এই রীতি পালিত হয় জানেন?
সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে কার্যত পরামর্শই চেয়েছিলেন বছর ছাব্বিশের ওই তরুণী। সেখানেই তিনি জানান, বাড়ি থেকে তাঁকে রীতিমতো চাপ দেওয়া হচ্ছে এই নকল বিয়ে করার জন্য। তাঁর মা-বাবার দাবি, মূল বিয়ের আগে মাটির পাত্রের সঙ্গে বিয়ে সারলে যা কিছু ক্ষতি তা হবে ওই পাত্রটিরই, বরের গায়ে আঁচও আসবে না। উলটে দীর্ঘায়ু পাবেন ওই যুবক, শান্তি আসবে তাঁদের বিবাহিত জীবনেও। সত্যি বলতে, বাঙালি বিয়েতেও আগুনে খই ছড়ানোর সময় এ কথাই বলা হয় যে, স্ত্রীর মধ্যে যে পতিঘাতিনী শক্তি আছে, তার বিনাশ হচ্ছে এভাবেই। অর্থাৎ স্ত্রী যে কোনও না কোনও ভাবে স্বামীর অমঙ্গলের কারণ হবে, এমন এক বিশ্বাস এ দেশের কোনায় কোনায় রয়ে গিয়েছে বললেও ভুল হয় না। আর সেই বিশ্বাস থেকেই এহেন রীতিনীতির উৎপত্তি।
আরও শুনুন: পুজোর কেনাকাটায় বিল মেটাচ্ছেন কিউআর স্ক্যানে? সাবধান না হলে ফাঁকা হবে ব্যাঙ্ক
ওই তরুণী জানিয়েছেন, বিশ্বাসের দিক দিয়ে তিনি নাস্তিক। ফলে কোনোরকম আচার পালনেই তিনি স্বচ্ছন্দ নন। সেখানে এহেন প্রথাকে তো মন থেকেই মেনে নিতে পারছেন না তিনি। এদিকে সেই আপত্তি জানিয়ে তিনি পরিবারকে অসম্মান করছেন, এমন বক্তব্যে সরব তাঁর পরিবার। এই পরিস্থিতিতে খানিক অসহায় হয়েই সোশাল মিডিয়ায় সব কথা প্রকাশ করেন তরুণী। সেখানে দেখা গিয়েছে, তিনি একা নন, আরও কেউ কেউ এহেন আচার পালন করতে বাধ্য হয়েছেন। একই দিনে কোনও বস্তুকে বিয়ে, এমনকি ডিভোর্সও করতে হয়েছে বলে জানিয়েছেন আরেক তরুণী। আর এইসব কথাবার্তা আরও একবার চিনিয়ে দিয়েছে ‘শাইনিং ইন্ডিয়া’-র আড়ালে জমে থাকা সংস্কারের অন্ধকারকে।