সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন খোদ অমিতাভ বচ্চন। এক বিজ্ঞাপনের জেরে এমনটাই অভিযোগ উঠল বিগ বি-র বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর থেকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করার কথাও বলা হয়েছে। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
বিজ্ঞাপন মানে খানিক বাড়িয়ে বলা, সে কথা তো সকলেরই জানা। বাস্তবে যেটুকু সত্যি, কেবলমাত্র সেইটুকু বললে আর কল্পনার জগৎ গড়ে উঠবে কেমন করে! কিন্তু কল্পনা আর মিথ্যে তো এক কথা নয়। সম্প্রতি এক বিজ্ঞাপনে মিথ্যে কথা বলা হচ্ছে বলেই উঠল অভিযোগ। কেবল বিজ্ঞাপন সংস্থাই নয়, বিজ্ঞাপনে অভিনয় করার জন্য খোদ অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ীদের সংগঠন CAIT। তাদের অভিযোগ, ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন তারকা।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: পর্দায় তাঁর ভয়ে কেঁপেছিল পাক মুলুক, ভারত-পাক সম্পর্কের অবনতিতে নেতাদেরই দুষলেন সানি
সম্প্রতি একটি ই-কমার্স সাইটে বড় ছাড় ঘোষণা করা হয়েছিল। আর সেই ছাড়ের বিজ্ঞাপনই দিচ্ছিলেন বিগ বি। কিন্তু সেখানে যে দামের কথা বলা হচ্ছে, আদতে ওই দামে পণ্যটি মেলে না বলেই দাবি CAIT-এর। উপরন্তু এভাবে একক বিক্রেতাদের হেয় করা হচ্ছে বলেও অভিযোগ ব্যবসায়ী সংগঠনের। এই অভিযোগেই Central Consumer Protection Authority (CCPA)-র দ্বারস্থ হয়েছে ওই সংগঠন। বিজ্ঞাপনে ভুল তথ্য দেওয়া হচ্ছে, এই অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে জরিমানার আবেদনও জানিয়েছে তারা। ক্রেতা সুরক্ষা সংস্থার মিথ্যে অথবা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ধারা অনুযায়ী এই জরিমানা নেওয়ার বিধান রয়েছে। তবে কেবল সংস্থাই নয়, খোদ অমিতাভকেও জরিমানা দিতে হবে বলে দাবি সংগঠনের। সেক্ষেত্রে তারকার থেকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায়ের দাবি তোলা হয়েছে।
আরও শুনুন: শাহরুখের হাতে যদি থাকত দেশ চালানোর ভার, কী কী বদলে দিতেন পর্দার নায়ক?
সাধারণত দেখা যায়, কোনও পণ্যের বিজ্ঞাপন করানো হয় কোনও না কোনও তারকাকে দিয়েই। পর্দায় এসে পণ্যটির গুণগান করে থাকেন তাঁরা। আর বলাই বাহুল্য, আর পাঁচজন সে কথা বললে আমরা বিশ্বাস করি বা না করি, কোনও তারকা বললে সে কথা একটু বেশি গুরুত্ব দিয়েই আমরা শুনি বইকি। আর সেই কারণেই বোধহয় তারকাদের একটু বেশি সচেতন থাকাও প্রয়োজন, তাঁরা কি বলছেন তা নিয়ে। সম্প্রতি পানমশলার বিজ্ঞাপন করা নিয়ে অভিযোগের আঙুল উঠেছিল শাহরুখ খান, অজয় দেবগণ সহ অনেক তারকার দিকেই। প্রশ্ন উঠেছিল, যা আদতে নেশার জিনিস, কী করে তার বিজ্ঞাপন দিচ্ছেন এই জনপ্রিয় তারকারা? তাঁদের এহেন বিজ্ঞাপন দিতে দেখলে তো আরও বেশি মানুষ ওই নেশা করার দিকে এগোবেন। আসলে বিজ্ঞাপনে তারকাদের বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করেই গ্রাহকেরা কখনও পণ্য কেনেন, আবার কখনও বা পরিষেবাও গ্রহণ করেন। তাই-ই কখনও কোনও পণ্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে তার বিজ্ঞাপনের সঙ্গে জড়িত মুখটিও উঠে আসে আলোচনার বৃত্তে। সেই কারণেই বিজ্ঞাপনে অভিনয়ের চুক্তি সই করার সঙ্গে সঙ্গেই যেন সংশ্লিষ্ট তারকার দায়ও জড়িয়ে যায়। সেই কারণেই এবার বেকায়দায় পড়তে হল খোদ বলিউডের শাহেনশাকেই।