বাড়লে বয়েস সবাই মানুষ হয় কি? শুধু গান নয়, এবার একথার মান্যতা দিচ্ছেন বিজ্ঞানীরাও। যদিও মানুষ বলতে এখানে প্রাপ্তবয়স্ক হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারি হিসাবে ১৮ পেরোলেই তো সবাই প্রাপ্তবয়স্ক। তাহলে মানুষ হতে গেলে আর কতদিন অপেক্ষার কথা বলছে বিজ্ঞান মহল? আসুন শুনে নিই।
বয়স ১৮ পেরোলে মিলবে ভোট দেওয়ার অধিকার। সরকারি হিসেবে, এই বয়সীদেরই প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয়। তবে বিজ্ঞানীরা তেমনটা বলছেন না। তাঁদের দাবি, ১৮ পেরোলে শরীর প্রাপ্তবয়স্ক হলেও মস্তিষ্ক সেই জায়গায় পৌঁছতে পারে না। অর্থাৎ শারীরিক ও মানসিক দুদিকেই পরিণত হতে গেলে অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর।
আরও শুনুন: মনোনীত হয়েছিলেন ৫ বার, রাজনীতিক নন বলেই কি নোবেল পাননি মহাত্মা গান্ধী?
সম্প্রতি এমনটাই দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। জনপ্রিয় ইংরাজি সংবাদমাধ্যমে এক গবেষক সাফ জানিয়েছেন, শৈশব থেকে কৈশোরে পা রাখার সময়টা যে কারও জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। শারীরিক এবং মানসিক ভাবে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় এই সময়েই। সেক্ষেত্রে সবার মধ্যেই একটা পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সেই পরিবর্তন সম্পূর্ণ নাও হতে পারে। বিশেষত মানসিক ক্ষেত্রে এই পরিবর্তন কৈশোরে না আসাটাই স্বাভাবিক বলে মনে করছেন তিনি। আর বিজ্ঞান মহলে এই ধারণা তাঁর আরও অনেকেরই রয়েছে। তাই বিজ্ঞানীদের মত অনুযায়ী, মানসিক ভাবে পরিণত হওয়ার জন্য অপেক্ষা করতে হয় আরও ১২ বছর। অর্থাৎ ৩০ বছর বয়সে পৌঁছালে যে কেউ শারীরিক ও মানসিক ভাবে প্রাপ্তবয়স্ক হবেন বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
আরও শুনুন: আড়াই লাখের সোনার চেন খেয়ে ফেলেছে ষাঁড়! কী হল তারপর?
এ ব্যাপারে নিশ্চিত হতে সম্প্রতি ১৪ থেকে ২৪ বছর বয়সি প্রায় ৩০০ জনের উপর একটি সমীক্ষা চালান বিজ্ঞানীরা। তাঁদের প্রত্যেককে পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন, বয়স ১৮ পেরোলেও মস্তিষ্কে বিভিন্ন পরিবর্তন চলতেই থাকছে। যার প্রভাব পড়ছে মন ও শরীর দুয়ের উপরেই। তাই বিজ্ঞানীদের দাবি, কোনও ১৮ বছর বয়সির নেওয়া সিদ্ধান্ত পরিণত নাও হতে পারে। বিশেষত ভোট দেওয়া বা সামাজিক দায়িত্ব পালনের মতো ক্ষেত্রে যে বয়সকে প্রাপ্তবয়স্কের মান্যতা দেওয়া হয়, তা আদৌ কতটা সঠিক তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি তাঁরা এও পরীক্ষা করে দেখেন, কোনও ব্যক্তির ১৮ বছর বয়সে মানসিক অবস্থান যা থাকে, বয়স ৩০ পেরোলে সেই অবস্থান একেবারেই বদলে যেতে পারে। এমনকি একেবারে শান্তশিষ্ট স্বভাবের কেউ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে গিয়ে রীতিমতো দস্যি হয়ে উঠতে পারেন। ক্রিমিনাল সাইকোলজির প্রসঙ্গ টেনেও এর ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীদের একাংশ। তাই প্রাপ্তবয়স্ক হিসেবে ১৮ কে মান্যতা দিতে নারাজ তাঁদের বেশিরভাগই। অন্তত মানসিক ভাবে পরিণত হতে গেলে ৩০ বছর বয়স হওয়া আবশ্যক বলেই মনে করছেন তাঁরা।