তৃণমূলের ‘দিল্লি চলো’র দিনই অভিষেককে তলব ইডির। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তলব নেতার মা-বাবাকেও। স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হওয়ার জের। আক্রমণ মাদ্রিদ থেকে কারখানা তৈরির ঘোষণা নিয়েও। কলকাতায় ফিরে সমালোচনার মোক্ষম জবাব সৌরভের। ধার্য শপথের দিনক্ষণ, ফের ধূপগুড়ির বিধায়ককে চিঠি রাজ্যপালের। পুজোর মুখে ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়। এশিয়ান গেমস থেকে খালি হাতেই বিদায় সুনীলদের। বিশ্বকাপের জন্য চূড়ান্ত ভারতীয় দল ঘোষণা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. কেন্দ্রীয় বকেয়ার প্রতিবাদে তৃণমূলের দিল্লি অভিযানের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, নির্দেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। X প্ল্যাটফর্মে এই খবর জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।
শিক্ষক নিয়োগে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ নিয়েই কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে সাংসদ। এর আগেও ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিনই অভিষেককে তলব করেছিল ইডি। সাড়ে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ। এবার ফের দলীয় কর্মসূচির দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় সংস্থা। ওই দিনেই কৃষিভবন অভিযান করে প্রধানমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে শ্রমিকদের দাবি সম্বলিত ৫০ লক্ষ চিঠি দেওয়ার কথা। ইডির নোটিসের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের তোপ, “অভিষেকের একটা কর্মসূচি থাকলেই তাঁকে এজেন্সি ডেকে পাঠাচ্ছে। এটাই প্রমাণ রাজনৈতিক প্রতিহিংসার। বিজেপি যে তাঁকে ভয় পাচ্ছে, তৃণমূলকে ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে।” এদিকে শুধু অভিষেকই নন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় এবার অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করল ইডি।
2. স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হওয়া নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাদ্রিদের বাণিজ্য সম্মেলন থেকে কেন নিজের ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছেন তিনি, তা নিয়েও ধেয়ে এসেছে কটাক্ষ। বিদেশের মাটিতে নিজের শিল্প প্রকল্পের কথা ঘোষণার মধ্যে রাজনীতির চালই দেখছিলেন সমালোচকেরা। এই পরিস্থিতিতে কলকাতায় ফিরেই মোক্ষম জবাব দিলেন মহারাজ। শালবনির বরাদ্দ জমিতে ইস্পাত কারখানা গড়বেন বলে মাদ্রিদে ঘোষণা করেছিলেন সৌরভ। সেই নিয়ে কটাক্ষের মুখে পড়তেই বৃহস্পতিবার সোজাসাপ্টা উত্তর দেন সৌরভ। তিনি বলেন, “আমি সাংসদ, বিধায়ক, কাউন্সিলর কিংবা কোনও মন্ত্রী নই। আমি একজন নাগরিক। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। স্পেন হোক বা দিল্লি, যেখানে ইচ্ছে আমি সেখানে যাব। তার জন্য কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নই।” আগামী এক বছরের মধ্যেই নতুন স্টিল প্ল্যান্ট তৈরি হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।