দুর্গাপুজোতেও এবার নবান্ন বনাম রাজভবন দ্বৈরথ। ১১টি বিভাগে দেওয়া হবে ‘দুর্গাভারত সম্মান’, ঘোষণা রাজ্যপালের। আলোচনার মাধ্যমেই স্থায়ী উপাচার্য নির্বাচনের পক্ষে সুপ্রিম কোর্ট। রাজ্যের সব নিয়োগ মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে। আগামী ৫ অক্টোবর থেকে ডিভিশন বেঞ্চে শুরু হবে সওয়াল-জবাব। জানাল শীর্ষ আদালত। চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে সরগরম কলকাতা। মিছিলে হাঁটলেন শুভেন্দু ও কৌস্তভও। ৯০ বছর বয়সে প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়।
হেডলাইন:
আরও শুনুন: 25 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর-এশিয়ান গেমসে সোনা তিতাস-হরমনপ্রীতদের, অভিনন্দন প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. দুর্গাপুজো ঘিরেও এবার উসকে উঠল নবান্ন বনাম রাজভবন দ্বৈরথ। বুধবার রাজভবনের তরফে জানানো হয়েছে, ‘দুর্গাভারত সম্মান’ দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুধু তাই নয়, ইতিমধ্যেই রাজভবনের তরফে মনোনয়নও চেয়ে পাঠানো হয়েছে। রাজভবনের বিবৃতি অনুযায়ী মোট ১১টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। শিল্পকলা, যে কোনও সমাজসেবামূলক কাজ, আইন ও সমাজের প্রতি অবদান, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান সংক্রান্ত গবেষণা, বাণিজ্য এবং শিল্প, চিকিৎসা, সাংবাদিকতা-শিক্ষকতা-প্রকাশনা, সাহিত্য এবং শিক্ষা সংক্রান্ত কাজ, খেলাধুলার পাশাপাশি রয়েছে অন্যান্য বিভাগ। ভারতীয় সংস্কৃতির প্রচার, মানবাধিকার রক্ষা, বন্যপ্রাণ সংরক্ষণ এমন বিভিন্ন উদ্যোগ রয়েছে ওই বিভাগের আওতায়। আরও জানা গিয়েছে, ‘দুর্গাভারত পরম সম্মান’ প্রাপক পুরস্কার পাবেন ১ লক্ষ টাকা। ‘দুর্গাভারত সম্মান’ প্রাপক পাবেন ৫০ হাজার টাকা। আর ‘দুর্গাভারত পুরস্কার’ প্রাপককে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার আগে থেকেই পুজো উদ্যোক্তাদের ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজভবনের তরফে এমন উদ্যোগ আগে কখনই নেওয়া হয়নি। এবার নবান্নকে টক্কর দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন কি না, তা নিয়েই জল্পনা চলছে ওয়াকিবহাল মহলে।
2. ইলেকশন নয়, আলোচনার মাধ্যমেই স্থায়ী উপাচার্য নির্বাচন করতে পারবেন সার্চ কমিটির সদস্যরা। তবে সেক্ষেত্রে সার্চ কমিটির কাউকে বাড়তি গুরুত্ব দেওয়া যাবে না। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তের বেঞ্চের স্পষ্ট বক্তব্য, সার্চ কমিটিতে থাকা কোনও পক্ষের মনোনীত বিশেষজ্ঞ বাড়তি গুরুত্ব পাবেন না। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই ইউজিসি, রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্যপালের অফিস বিশেষজ্ঞদের নামের তালিকা জমা দিয়েছে। তবে ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিশেষ বিষয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যাতে সুনির্দিষ্ট বিশেষজ্ঞ সার্চ কমিটিতে থাকেন তাই বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ এবং আইনজ্ঞদের নামের তালিকা নতুন করে চাইল সুপ্রিম কোর্ট। আগামী ৪ অক্টোবরের মধ্যে যাবতীয় নথি জমা দিতে হবে। এছাড়া সার্চ কমিটি গঠনের জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের তালিকা, বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় পড়ানো হয়, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে কী নিয়মাবলী আছে এবং কোন আইনের পরিবর্তন হয়েছে তা তালিকাভুক্ত করে জমা দিতে বলেছে সু্প্রিম কোর্ট। রাজ্য সরকারের আনা বিল এবং সেই সম্পর্কে রাজ্যপালের আপত্তি কেন, সে বিষয়েও নথি চেয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ অক্টোবর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।