ঠিক যেন শিবের জটার অর্ধচন্দ্র। রয়েছে মহাদেবের ডমরুও। বেলপাতা, ত্রিশূল কিছুই বাদ নেই। এই সবকিছুই এবার দেখা যাবে বারানসীর এই ক্রিকেট স্টেডিয়ামে। সম্প্রতি প্রকাশ্যে সেইসব ছবি। যেখানে ফ্লাডলাইট থেকে আরম্ভ করে দর্শকাশন সবেতেই থাকবে মহাদেবের ছোঁয়া। কবে উদ্বোধন হবে স্টেডিয়ামটির? আসুন শুনে নিই।
যেদিকেই তাকাও শিব মন্দির। রাস্তার প্রতিটা মোড়েই অবস্থান করছেন মহাদেব। আর হবে নাই বা কেন! কাশীধাম তো স্বয়ং মহেশ্বরের বিচরণক্ষেত্র। স্রেফ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হিসেবে নয়, একাধিক কারণে বেনারস গোটা দেশে প্রসিদ্ধ। সম্প্রতি সেই তালিকায় যোগ হতে চলেছে একটি ক্রিকেট স্টেডিয়ামও। ভূভারতে আর কোথাও ওমন স্টেডিয়াম নেই বলেই দাবি করা যেতে পারে।
আরও শুনুন: বিনায়ক বন্দনায় ৩৫,০০০ মহিলা, অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী পুনে
সম্প্রতি প্রকাশ্যে এসেছে, বারানসীতে তৈরি হতে চলে সেই স্টেডিয়ামের ছবি। যা দূর থেকে দেখলে মনে হবে, মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্রটিকে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে ওই স্টেডিয়ামের আকৃতিই ওমন। সেইসঙ্গে রয়েছে ত্রিশূল আকৃতির ফ্ল্যাডলাইট। প্রবেশদ্বারেও রয়েছে মহাদেবের চিহ্ন। সেগুলি দেখতে হুবহু বেলপাতার মতো। এখানেই শেষ নয়। কর্তৃপক্ষের দাবি এই স্টেডিয়ামের দর্শকাসনও হবে গঙ্গার ঘাটের মতো। শিব পুজোয় অন্যতম উপাদান এই গঙ্গাপুজো। সেইসঙ্গে কাশীধামের জনপ্রিয়তার আরও এক কারণ একাধিক ঘাট। প্রতিদিন সেখানে হাজারো ভক্ত ভিড় জমান গঙ্গারতি দেখার উদ্দেশ্য নিয়ে। সেই ঘাটের কথা মাথায় রেখেই বিশেষ আকৃতির দর্শকাসন তৈরির কথা ভাবা হয়েছে। এছাড়াও থাকবে এক বিশাল ডমরু। চলতি মাসেই স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আর সেই অনুষ্ঠানে থাকবেন খোদ প্রধানমন্ত্রী। এছাড়া ক্রিকেট জগতের বেশ কিছু তারকাও বারানসীর এই বিশেষ স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে থাকতে পারেন। কপিল দেব, শচীন তেন্ডুলকর থেকে আরম্ভ করে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদেরও অনুষ্ঠানে থাকার সম্ভাবনা রয়েছে।
আরও শুনুন: সোশাল মিডিয়া ব্যবহারে বয়স বেঁধে দিক কেন্দ্র, মত কর্ণাটক আদালতের
তবে জানা গিয়েছে, স্টেডিয়ামটি তৈরি হতে সময় লাগবে প্রায় আড়াই বছর। খরচ হতে পারে ৪৫০ কোটি টাকা। আগামী দিনে বেনারস ঘুরতে আসা পর্যটকদের কাছে এই স্টেডিয়ামও হবে এক বিশেষ দর্শনীয় স্থান। শুধু তাই নয়, স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক। সেক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্টই। তবে যেসব ছবি প্রকাশ্যে এসেছে তা সবই কল্পনায় ভর করে তৈরি, দাবি করা হচ্ছে, বাস্তবেও স্টেডিইয়ামটি হুবহু সেই ছবির মতোই দেখতে হবে। আপাতত সেই দাবি আগামী দিনে কতটা সত্যি হয়, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনেকেই।
Renders of the upcoming Cricket Stadium in Varanasi, Uttar Pradesh.
PM Narendra Modi will lay the foundation on 23rd September. pic.twitter.com/GLTTM6kgZw
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 19, 2023