লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল। ওবিসি কোটার পক্ষে সওয়াল রাহুল-সোনিয়ার। ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে কেন্দ্রকে তোপ সাংসদের। স্পেনে টানা কর্মসূচির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে দুবাই। মরুশহরেও সারবেন শিল্প সম্মেলন। রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বের মাঝেই তৎপর নবান্ন। বদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বেতন প্রক্রিয়ায়। বিকাশ ভবনের নিয়ন্ত্রণেই থাক সবার বেতন, প্রস্তাব রাজ্যের। বিশ্বকাপের আগেই বিশ্বসেরা সিরাজ। আইসিসির ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে ভারতীয় পেসার। আমেরিকার তিন শহরেই বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিস্তারিত ঘোষণা আইসিসি-র।
হেডলাইন:
আরও শুনুন: 18 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- বিশেষ অধিবেশনের ভাষণে নেহরু স্তুতি মোদির, কটাক্ষ বিরোধীদেরও
বিস্তারিত খবর:
1. চব্বিশের নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত মোদি সরকারের। লোকসভায় পেশ করা মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গেল এদিন। তবে বিল নিয়ে বিতর্কও জারি রইল বিরোধী শিবিরে। মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করেও তা সংশোধনের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, মহিলাদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এটা বড় পদক্ষেপ, কিন্তু সরকারের পেশ করা মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। তাছাড়া সরকার এই বিল পেশ করেছে শুধু আদানি, জাতিগত জনগণনার মতো ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই, এমনটাই দাবি রাহুলের। এসসি, এসটি, ওবিসি মহিলাদের জন্য এই বিলে আলাদাভাবে সংরক্ষণ করা উচিত বলে একযোগে সরব হয়েছেন রাহুল ও সোনিয়া। সোনিয়া আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীই প্রথম মহিলাদের প্রতিনিধিত্বের কথা ভেবেছিলেন। সে কথা মনে করেই বিলকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী। তবে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের দাবি জানানোর পাশাপাশি সোনিয়া বলেন, “নারী সংরক্ষণ বিল বাস্তবায়নে দেরি হলে ভারতীয় নারীদের প্রতি চরম অবিচার হবে।” এদিকে নারীশক্তির কথা বললেও দেশকে গর্বিত করা মহিলা কুস্তিগিরদের পাশে দাঁড়ায়নি কেন্দ্র সরকার, এই মর্মে কেন্দ্রকে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে মোদি সরকারের বিরুদ্ধে বিতর্ক জারি রাখলেও, মহিলা সংরক্ষণ বিলকে কমবেশি সমর্থন করেছেন বিরোধীরাও। যার জেরে শেষমেশ লোকসভায় পাশ হয়ে গেল বিলটি।
2. স্পেনে টানা কর্মসূচির পর এবার দুবাই পাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মরুশহরেও শিল্প সম্মেলন সারবেন তিনি। সেখানে বিশ্বখ্যাত লু লু গ্রুপের সঙ্গে বৈঠক হতে পারে মমতার।
মাদ্রিদের বাণিজ্য সম্মেলন বিদেশি শিল্পপতিদের বাংলায় এসে ব্যবসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা তুলে ধরেন তিনি। শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথাও বলেন তিনি। বুধবার কাতালুনিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছে বাংলার প্রতিনিধি দল। রাজ্যে পরিবেশবান্ধব বৈদ্যুতিন গাড়ি উৎপাদন-সহ অন্যান্য ভারি শিল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয়েছে বৈঠকে। এবার বার্সেলোনা থেকে পাড়ি দিয়ে বৃহস্পতিবার মরু শহর দুবাইয়ে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেখানে যোগ দেবেন শিল্প সম্মেলনে। বাণিজ্য সম্মেলনের পাশাপাশি ওই দিনই প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি। জানা গিয়েছে, দুবাইয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি সেখানকার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সফর শুরুর আগেই নেত্রী জানিয়েছিলেন, রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই এই সফর তাঁর। সেই উদ্দেশ্যে স্পেন সফরের পর ঠাসা কর্মসূচি নিয়েই দুবাইয়ে পা রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।