দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকের কাছেই অনেকটা এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। কিন্তু বিজেপি নেতারা সেই যুক্তি মানতে নারাজ। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মুখেও শোনা গেল সেই একই কথা। তাঁর নিদান, চাঁদে না গেলে প্রধানমন্ত্রী হরে পারবেন না রাহুল। ঠিক কোন প্রসঙ্গে এমন কটাক্ষ করলেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
একদিকে ইন্ডিয়া জোট। অন্যদিকে খোদ নরেন্দ্র মোদি। ২০২৪ নির্বাচনে জোরদার রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে দেশবাসী। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলতে ছাড়ছে না বিরোধীরা। এদিকে ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ থামাচ্ছেন না বিজেপি নেতারাও। সম্প্রতি সেই আগুনে নতুন করে ঘি ঢাললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আরও শুনুন: একটা ইঁদুর ধরলেই ৪১ হাজার টাকা! দেশের কোন স্টেশনে মিলছে এমন সুযোগ?
২০২৪ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো মহাজোটের ডাক দিয়েছে। বিজেপির তরফেও এতদিন এই প্রসঙ্গে একাধিক মন্তব্য সামনে এসেছে। মূলত বিরোধীদের গড়া ‘ইন্ডিয়া’ জোট নিয়েই বারবার সরব হয়েছেন বিজেপি নেতারা। এমনকি খোদ প্রধানমন্ত্রীও এর সঙ্গে জঙ্গিগোষ্ঠির তুলনা টেনে বিতর্ক উসকে দিয়েছিলেন। শুধু তাই নয়, ‘ইন্ডিয়া’ জোটে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদেরও বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। আসলে তরজা বজায় রয়েছে দু-তরফেই। অভাব নেই নতুন ইস্যুরও। কেন্দ্র সরকারের নেওয়া নতুন পদক্ষেপ নিয়ে যেমন প্রশ্ন তুলছে ইন্ডিয়া জোটের নেতারা, তেমনই তাঁদের কিছু মন্তব্য ঘিরেও উত্তাল হয়ে উঠছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিরোধী জোটের বিরুদ্ধে বিজেপি নেতারা সরব হয়েছেন ‘সনাতন’ ধর্ম ইস্যুতে। দিনকয়েক আগেই সনাতন ধর্মের সঙ্গে রোগ ব্যাধির তুলনা টেনে বেনজির তোপ দেগেছিলেন ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন। যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চাপানউতোর। এদিকে ইন্ডিয়া জোটের অন্যতম অংশ স্টালিনের দল। তাই শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এই ইস্যুতে ইন্ডিয়া জোটকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতারা। সেই প্রসঙ্গেই এবার সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আরও শুনুন: বাথরুমের গোপন অভ্যাসেই মিলবে ব্যক্তিত্বের পরিচয়, জানেন কীভাবে?
তাঁর দাবি, এই ধরনের মন্তব্যের পিছনে রাহুল গান্ধীর হাত রয়েছে। তাঁর নির্দেশেই নাকি এহেন প্রচার চালাচ্ছে বিরোধী জোট, এমনটাও সাফ দাবি করেন হিমন্ত। সেইসঙ্গে চন্দ্রযানের প্রসঙ্গ টানেন তিনি। হিমন্তের কথায়, চন্দ্রযানের সাফল্য নিয়েও কটাক্ষ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। তাই ইসরোর কাছে তাঁর অনুরোধ, আরও একটা মহাকাশযান তৈরি করে ইন্ডিয়া জোটের নেতাদের চাঁদে পাঠানোর ব্যবস্থা করা হোক। তিনি আরও বলেন, ২০২৪-এও ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদিই। এরপরই রাহুলকে উদ্দেশ্য করে তাঁর নিদান, প্রধানমন্ত্রী হতে গেলে, চাঁদ কিংবা সূর্যে যেতে হবে কংগ্রেস নেতাকে। আসলে ঠিক এই সুরেই কিছুদিন আগে লালু প্রসাদ যাদব, মোদিকে চাঁদে পাঠানোর দাবি জানিয়েছিলেন। নিজের বক্তব্যে যেন সেই কটাক্ষেরই পালটা দিলেন অসমের মুখ্যমন্ত্রী।