মসজিদ নাকি মন্দির, রামজন্মভূমি নিয়ে এই বিতর্ক চলেছে দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত আদালতের রায় অনুযায়ী সেখানে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। আর সেই এলাকাতেই এবার মিলল প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ, এমনটাই দাবি রামজন্মভূমি ট্রাস্টের। আসুন, শুনে নেওয়া যাক।
বাবরি মসজিদ নাকি রামজন্মভূমি (Ram Janmabhoomi), এই ইস্যুতে বড় বিতর্কে তোলপাড় হয়েছিল দেশ। যদিও শেষমেশ শীর্ষ আদালতের রায় গিয়েছে রামজন্মভূমির পক্ষেই। আর অযোধ্যার সেই রামজন্মভূমি খনন করতে গিয়েই এবার খুঁজে পাওয়া গেল প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ, সম্প্রতি এমনই দাবি করেছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই। ভগ্নাবশেষ বলতে পুরনো স্তম্ভ এবং কিছু মূর্তির হদিশ পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেইসব চিহ্নের ছবি পোস্ট করেই ওই মন্দির খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন ট্রাস্ট কর্তৃপক্ষ।
আরও শুনুন: মন্দিরের জল্পনাই কি সত্যি? প্রাচীন মসজিদ থেকে সরস্বতী মূর্তি উদ্ধার ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশ
রামমন্দির ভেঙে তৈরি করা হয়েছিল বাবরি মসজিদ, এই দাবি তুলে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছিল দেশ জুড়েই। সেই সময় বিতর্কিত জমি সমীক্ষা করে আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছিল, মসজিদের তলায় একটি প্রাচীনতর কাঠামোর সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু সেই প্রাচীনতর কাঠামো মন্দিরই ছিল কি না, তা নিয়েও বিতর্ক ছিলই। যদিও সেইসব বিতর্কে জল ঢেলে দেয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানায় অযোধ্যার বিতর্কিত জায়গায় রামমন্দির তৈরি করা হবে। সেই অনুযায়ীই সাজো সাজো রব পড়ে গিয়েছে গেরুয়া শিবিরে। ২০২০ সালে মন্দিরের ভূমিপূজা সারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বর্তমানে পুরোদমে রাম মন্দির গড়ার কাজই চলছে অযোধ্যায়। চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই মন্দির নির্মাণ শেষ করে তা উদ্বোধন করার লক্ষ্য নিয়েছে বিজেপি। আর সেই কাজের জন্য ওই এলাকায় খনন করতে গিয়েই প্রাচীন মন্দিরের চিহ্ন খুঁজে পাওয়া গেল সেখানে। মিলেছে বড় বড় পাথরে খোদাই করা মূর্তি, কারুকাজ করা স্তম্ভ, প্রাচীরের অংশ ইত্যাদি। সেসবের ছবিই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন চম্পত রাই, যিনি ট্রাস্টের সাধারণ সম্পাদক তথা বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতিও। এমনিতেই চব্বিশের ভোটের আবহে রামমন্দিরকে ঘিরে বড় প্রচার চালাতে চায় গেরুয়া শিবির। আর সেই প্রকল্প উদ্বোধনের আগেই এই মন্দির খুঁজে পাওয়া তাদের কাছে তুরুপের তাস হয়ে উঠতে পারে, এমনটাই ধারণা করছে বিশেষজ্ঞ মহল।