লগ্নি টানার লক্ষ্যে বিদেশে পাড়ি মুখ্যমন্ত্রীর। ১২ দিনের জন্য স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী কুণাল ঘোষ সহ একাধিক প্রতিনিধি, যোগ দেবেন সৌরভও। ইডির তলবে সাড়া নুসরত জাহানের। সাড়ে ৬ ঘণ্টা জেরার পর বেরোলেন অভিনেত্রী। দ্বন্দের আবহে রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের। কুন্তল ঘোষ চিঠি মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে যাবেন অভিষেক। নারদ মামলায় হঠাৎ সক্রিয় সিবিআই। রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতা মামলায় কেন্দ্রের আরজি খারিজ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাজ্যের জন্য বিনিয়োগ টানাই লক্ষ্য। মঙ্গলবার সকালে স্পেনের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে বিমানবন্দরে সাংবাদিকদের নিজের সফরসূচির বিস্তারিত জানান তিনি। পাশাপাশি রাজ্যবাসীকে সুস্থ থাকার বার্তাও দেন। বিদেশ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে বড়সড় প্রতিনিধিদল। ময়দানের তিন ফুটবল ক্লাবের কর্তা, বই প্রকাশকদের একটি দল সহ রয়েছেন সাংবাদিকরাও। রয়েছেন কুণাল ঘোষও। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী-সহ প্রতিনিধি দলটি প্রথমে দুবাই পৌঁছাবে। সেখানে প্রায় ১৮ ঘণ্টার বিরতি। তারপর দুবাই থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। বুধবার স্পেনে পৌঁছে মাদ্রিদ ও বার্সেলোনা শহরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানকার ফুটবল ক্লাব ও বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক রয়েছে। তবে একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকলেও নবান্নের ‘কন্ট্রোল’ তাঁর হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। এছাড়াও থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। জানা গিয়েছে, সেখান থেকে ১৪ তারিখ সরাসরি মাদ্রিদ পৌঁছবেন তিনি। স্পেন থেকে দুবাইয়ে দু’দিনের সফর সেরে আগামী ২৩ তারিখ রাতে কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।
2. ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া। মঙ্গলবার ফাইলপত্র নিয়ে নির্ধারিত সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের। এদিন ফ্ল্যাট দুর্নীতি মামলায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, আধিকারিকদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। একইসঙ্গে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলেই খবর।
সম্প্রতি ফ্ল্যাট কেনার নামে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের তারকা সাংসদের। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ ছিল, সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন নুসরত। যদিও সাংবাদিক বৈঠকে নুসরত জানান, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত নন। চাইলে নথি দিয়ে প্রমাণ করে দেবেন। কিন্তু গত সপ্তাহে আচমকা নুসরতকে নোটিস পাঠিয়ে তলব করে ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। নুসরত অবশ্য তলবের খবর শুনে সহযোগিতা করার কথাই জানিয়েছিলেন। সেই কথা রেখেই মঙ্গলবার সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নথিপত্র সহ হাজির হন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।