সোনার বাসনে রাজভোগ খাওয়ার কথা তো রূপকথার গল্পেই পড়া যায়। কিন্তু গল্পে নয়, বাস্তবেই তেমনটা সত্যি করে দেখাল ভারত সরকার। হ্যাঁ, জি-২০ শীর্ষ বৈঠকের জন্য রাষ্ট্রনেতাদের যে বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে, সেখানে সোনারুপোর থালাবাসনে খাবার পরিবেশনের সিদ্ধান্তই নিয়েছে কেন্দ্র। আসুন, শুনে নেওয়া যাক।
একেই বলে রাজকীয় কায়দায় আপ্যায়ন। জি-২০ সম্মেলন উপলক্ষে এ দেশে পা রাখছেন আন্তর্জাতিক মহলের তাবড় তাবড় রাজনীতিকরা। আর তাঁদের আপ্যায়ন করতেই এবার সোনারুপোর বাসন সাজাল মোদি সরকার। মধ্যাহ্নভোজ ও নৈশভোজে সেই বিশেষ বাসনেই খাবার পরিবেশন করা হবে রাষ্ট্রনেতাদের।
আরও শুনুন: Akhand Bharat: বেশিদিনের অপেক্ষা নয়, ‘অখণ্ড ভারত’ দেখবে এই প্রজন্মই, প্রতিশ্রুতি মোহন ভাগবতের
চলতি মাসের ৯ ও ১০ তারিখে, নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে জি-২০ শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ২৫টি দেশের শীর্ষ নেতারা। থাকবেন উচ্চপদস্থ কূটনীতিক ও আমলারাও। জি-২০-র প্রতিনিধিদের স্বাগত জানাতে ইতিমধ্যে সেজে উঠেছে দেশের রাজধানী শহর। দেশের পক্ষে সম্মানের এই বৈঠক যাতে সর্বতোভাবে সফল হয়, তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক বিভেদ ভুলে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাজ্যগুলিও। আর সেই সম্মেলনের সাজসজ্জা নিয়েই এবার নতুন করে চমক দিল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, সম্মেলন চলাকালীন মধ্যাহ্নভোজ এবং নৈশভোজে অতিথি অভ্যাগতদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। যে কোনও বাসনে নয়, আক্ষরিক অর্থেই সোনা রুপোর বাসনে খাবার পরিবেশন করা হবে অতিথিদের। আর সেই পাত্রে খোদাই করা থাকছে ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা নিদর্শন। সোজা কথায়, ভারতের ঐতিহ্য, তার সংস্কৃতিকেই যেন বিদেশি অতিথিদের সামনে প্লেটে সাজিয়ে পরিবেশন করতে চাইছে কেন্দ্র।
জানা গিয়েছে, জয়পুরের বিখ্যাত ধাতুর পাত্র তৈরির কারখানা আইরিস-জয়পুর এই পাত্রগুলি তৈরি করেছে। এই অনুষ্ঠানের জন্য বরাত পাওয়া গিয়েছিল ১৫ হাজারের বেশি রুপোর পাত্র তৈরি করার। রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং দেশের আরও কয়েকটি রাজ্যের প্রায় শ-দুয়েক কারিগরের পরিশ্রমে তৈরি হয়েছে ওই পাত্রগুলি। সোনার থালা মানে অবশ্য পুরোটা সোনার তৈরি নয়। গোল্ড প্লেটেড, অর্থাৎ সোনার জল করা। সেই পাত্রগুলিতে আবার রয়েছে সূক্ষ্ম নকশার কাজ। জয়পুরের ফার্ম থেকে এই বিশেষ ধরনের সোনা-রুপোর পাত্রগুলি পৌঁছে গিয়েছে দিল্লির একাধিক বিলাসবহুল হোটেলে। যেখানে সেগুলি ব্যবহৃত হবে সম্মেলনের অতিথিদের খাবার পরিবেশনের জন্য। দেশের বিভিন্ন অঞ্চলের খাবার, স্ট্রিট ফুড, সবই থাকছে অতিথিদের খাবারের তালিকায়।
আরও শুনুন: Bharat: ইন্ডিয়াই ভারত! সংবিধানের প্রসঙ্গ টেনে বিরোধীদের একহাত নিলেন জয়শঙ্কর
তবে জি-২০ সম্মেলনের সূত্রে যেভাবে জলের মতো অর্থব্যয় করছে মোদি সরকার, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও ছাড়েননি অনেকেই। সেই বিতর্কেই নতুন করে ঘি ঢেলেছে সোনা-রুপোর পাত্র তৈরির বিষয়টি। এই ইস্যুতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রকে একহাত নিয়েছেন নেটিজেনদের একাংশ।