চব্বিশের লক্ষ্যে নয়া রণকৌশল ইন্ডিয়া জোটের। তৃতীয় বৈঠক শেষে চূড়ান্ত কো-অর্ডিনেশন কমিটি। তৃণমূলের পক্ষে কমিটিতে অভিষেক। জোটের বৈঠকে গ্রেপ্তারি নিয়ে নেতাদের সতর্কবার্তা খাড়গের। এক দেশ এক নির্বাচনে জোর। খতিয়ে দেখা হবে লোকসভা ও বিধানসভায় একসঙ্গে নির্বাচনের সম্ভাবনা। স্পেনে মমতার সফরসঙ্গী হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।যাদবপুরে র্যাগিং রুখতে ছাত্র-অধ্যাপকদের সঙ্গে বৈঠক উপাচার্যের। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়।
হেডলাইন:
আরও শুনুন: 31 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- বহরমপুরে কলেজ ছাত্রী খুনে দোষী সুশান্তকে ফাঁসির সাজা আদালতের
বিস্তারিত খবর:
1. পাটনা ও বেঙ্গালুরুর পর এবার মুম্বইয়ে বৈঠকে বসল ইন্ডিয়া জোটের ২৮টি বিরোধী দল। আর সেখানেই লোকসভার ভোটের রণকৌশল তৈরিতে আরও একধাপ এগিয়ে গেল INDIA জোট। তৈরি হল কো-অর্ডিনেশন কমিটি বা সমন্বয়কারী দল। তাৎপর্যপূর্ণভাবে সেই কমিটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বিরোধীদের তৃতীয় বৈঠকে ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি চূড়ান্ত করা হয়। তাতে সর্বোচ্চ ব্যক্তি হিসেবে রয়েছেন শরদ পওয়ার। কমিটিতে রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে হেমন্ত সোরেন, কংগ্রেসের তরফে কে সি বেণুগোপাল, আরজেডি-র তেজস্বী যাদব, শিব সেনার সঞ্জয় রাউত, এনসি-র ওমর আবদুল্লাহ, পিডিপি-র মেহবুবা মুফতি, সিপিআই-এর ডি রাজা, ডিএমকে-র টি আর বালু, আপ-এর রাঘব চাড্ডা, জেডিইউ-র লালন সিং, সমাজবাদী পার্টির জাভেদ আলি খান। একইসঙ্গে তৃণমূলের তরফে কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে সিপিএমের কোনও প্রতিনিধি নেই কো-অর্ডিনেশন কমিটিতে। নেই গান্ধী পরিবারের কেউ। সম্প্রতি সর্বভারতীয় স্তরে তৃণমূলের প্রতিনিধি হিসেবে একাধিকবার উঠে এসেছেন অভিষেক। এবার নয়া দায়িত্ব পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
2. ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে বিজেপিবিরোধিতার সুর বাঁধার পাশাপাশি প্রতিহিংসার রাজনীতি নিয়ে দলগুলিকে সতর্ক করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, ইন্ডিয়া জোট যত ঐক্যবদ্ধ হবে, তত বাড়বে এজেন্সির সক্রিয়তা। লোকসভা ভোটের আগে বিরোধী নেতাদের গ্রেপ্তারি বাড়তে পারে বলেও আশঙ্কা তাঁর। শুক্রবার ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস সভাপতি বলেন, ‘পাটনা এবং বেঙ্গালুরু বৈঠক দেখে বিজেপির আশঙ্কা বেড়েছে। তাই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে আক্রমণের মাত্রা বাড়ানো হবে।” আদানি, মণিপুর, মূল্যবৃদ্ধির মতো ইস্যু থেকে নজর ঘোরাতে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে আরও সক্রিয় করতে পারে বলেই দাবি খাড়গের। পাশাপাশি সুকৌশলে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাও চালাতে পারে বিজেপি। এই প্রতিহিংসার রাজনীতির মোকাবিলা করতে গেলে ঐক্যবদ্ধ থাকাই উপায়, মত খাড়গের। এদিন বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার উপরে জোর দিয়েছেন রাহুল গান্ধীও। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তাঁর সাফ দাবি, “যদি বিরোধীরা ঐক্যবদ্ধ থাকে, তাহলে বিজেপির পক্ষে নির্বাচনে জেতা অসম্ভব। আমাদের সামনে এটাই কাজ, একত্রিত থাকা।” একইসঙ্গে লাদাখ ইস্যু নিয়ে ফের প্রধানমন্ত্রী মোদিকে তোপ দাগলেন রাহুল। তাঁর কটাক্ষ, ”মোদি ও ব্যবসায়ীদের মধ্যে কেমন আঁতাত চলছে, সেটা সবাই দেখছে।” এই পরিস্থিতিতে বিজেপিকে উৎখাত করার জন্য বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন কংগ্রেস সাংসদ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।