বয়স ৮৯। কিন্তু তাতে কি! গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট এই বৃদ্ধাই। নিজে হাতে গোটা গ্রামের দায়িত্ব সামলাচ্ছেন প্রতিনিয়ত। সম্প্রতি তাঁর নেতৃত্বেই অন্যন্য শিরোপা জিতেছে গ্রাম পঞ্চায়েত। কার কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।
কথায় আছে, মনের ইচ্ছা থাকলে যে কোনও কাজেই সফল হওয়া সম্ভব। আর সেক্ষেত্রে বয়স যে কোনও বাধাই নয়, এর আগে সে কথা প্রমাণ করেছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ হল তামিলনাড়ুর ভিরাম্মল আম্মা-র (Veerammal Amma) নাম।
আরও শুনুন: সহপাঠীদের হাতে মার থেকে অনাহারের নিদান, শিক্ষাপ্রতিষ্ঠানের শাস্তিতেও কি ‘র্যাগিং’-এর ছায়া?
মহিলার বয়স ৮৯। কিন্তু তাঁকে দেখলে সে কথা বোঝার উপায় নেই। এই বয়সে পৌঁছেও শুধু নিজের কাজ নয়, গোটা গ্রামকে নেতৃত্ব দেন তিনি। তামিলনাড়ুর আরিট্টাপট্টি গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট তিনি। সেই সুবাদে ওই এলাকার মানুষের কাছে একডাকে পরিচিত এই আম্মা। সম্প্রতি তাঁর নেতৃত্বে দক্ষিণের ওই গ্রাম পেয়েছে নতুন এক শিরোপা। জানা গিয়েছে, তামিলনাড়ুর মাদুরাই জেলার মধ্যে প্রথম ‘বায়োডাইভার্সিটি ভিলেজ’-এর তকমা পেয়ছে আরিট্টাপট্টি গ্রাম। গ্রাম পরিদর্শনে এসে নিজের সোশ্যাল মিডিয়ায় সেকথাই জানিয়েছেন আইএস সুপ্রিয়া সাহু। আর সেখানেই ভিরাম্মল আম্মার কথা লিখেছেন তিনি। বৃদ্ধার সঙ্গে দুটি ছবিও পোস্ট করেছেন ওই আইএস অফিসার। তাঁর কথায়, এই বয়সে পৌঁছেও কেউ এতটা প্রাণোচ্ছল থাকতে পারেন, তা এই বৃদ্ধাকে না দেখলে বোঝার উপায় নেই। বৃদ্ধার হাসিমুখের রীতিমতো প্রশংসা করেন তিনি। তিনি আরও লেখেন, এই বৃদ্ধা গ্রামের অনেকের কাছেই অনুপ্রেরণা।
কিন্তু এই বয়সে পৌঁছেও তিনি কোন যাদুতে এমন প্রাণবন্ত রয়েছেন?
আরও শুনুন: Aditya-L1: দূরত্ব বাড়লেও কমেছে খরচ! চন্দ্রযানের চেয়েও কম খরচে সূর্যের দেশে পাড়ি জমাচ্ছে ইসরো
সে উত্তরও সোশ্যাল মিডিয়াতেই লিখেছেন আইএস সুপ্রিয়া। তাঁর কথায়, বৃদ্ধার কাছে সরাসরি এই প্রশ্ন করেছিলেন তিনি। জবাবে বৃদ্ধা বলেন, তাঁর সুস্থ থাকার রহস্য হল সবসময় নিজেকে ব্যস্ত রাখা। বৃদ্ধা সারাদিন কোনও না কোনও কাজে নিজেকে ব্যস্ত রাখেন। কখনও চাষের জমিতে কাজ, কখনও বা অন্য কোথাও। কখনই অলসতা প্রশ্রয় দেন না। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার রোজকার ডায়েট। একেবারেই সাদামাটা ঘরোয়া খাবার খেয়েই দিন কাটান বৃদ্ধা। আর সেইসঙ্গে গ্রামের মানুষের ঠিক কীভাবে উন্নতি হতে পারে সেই দিকে সবসময় খেয়াল রাখেন। এই বৃদ্ধাকে দেখে মুগ্ধ হয়েছে নেটদুনিয়াও। এই বয়সে পৌঁছেও তিনি যেভাবে নিজেকে শক্ত রেখেছেন, তা প্রশংসনীয় বলেই মনে করছেন সকলে। আগামী দিনে এই বৃদ্ধা সুস্থভাবে জীবন কাটান, নেটিজেনদের একাংশ সেই প্রার্থনাও করেছে। সবমিলিয়ে তামিলনাড়ুর এই বৃদ্ধা বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো চর্চায় বিষয়ে পরিণত হয়েছেন।