এ দেশে যারা জন্মায়, তারা সকলেই আসলে হিন্দু। মুসলিমরা এসেছে ধর্মান্তরণের ফলেই। সম্প্রতি এমনটাই দাবি করে বসলেন গুলাম নবি আজাদ। ঠিক কী প্রসঙ্গে এমন মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী? আসুন শুনে নিই।
হিন্দু ধর্মই সবচেয়ে প্রাচীন ধর্ম। ভারত ভূখণ্ডে সবচেয়ে পুরনো যে ধর্মের অস্তিত্ব মেলে, তা অন্য কোনও ধর্ম নয়, হিন্দু ধর্মই। তাই এ দেশে যারা জন্মায় তারা সকলেই হিন্দু। সম্প্রতি এমনই দাবি শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের গলায়। তাঁর কথায়, এ দেশের মুসলিমরা মূলত ধর্মান্তরণের ফল। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। আর সেই বক্তব্যের ভিডিওই বর্তমানে শোরগোল ছড়িয়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: লালকেল্লায় প্রধানমন্ত্রীকে জাতীয় পতাকা উত্তোলনে সাহায্য দুই নারীর, কারা তাঁরা?
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। দীর্ঘদিন কংগ্রেস শিবিরের সামনের সারির নেতা ছিলেন গুলাম নবি আজাদ। স্বাধীনতার দিবসের আবহে সেই গুলাম নবি আজাদের গলাতেই শোনা গেল বিস্ফোরক কিছু মন্তব্য। তাঁর সাফ দাবি, ভারতে ইসলাম ধর্মের সূচনা হয়েছে মাত্র ১৫০০ বছর আগে। তার আগে এ দেশে কেবল হিন্দুরাই ছিলেন। একসময় বহিরাগত হিসেবে এ দেশে পা রাখেন কিছু মুসলিম। এরপর থেকেই এ দেশে মুসলিমদের বাস শুরু। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন মুঘল বাহিনীর কথা। তাঁদের প্রভাবেই কিছু হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম হন বলে দাবি আজাদের। তিনি আরও বলেন, কাশ্মীরেও ৬০০ বছর আগে অবধি স্রেফ হিন্দু পণ্ডিতরাই ছিলেন। তাঁরাও একইভাবে ধর্মান্তরণের ফলে মুসলিম হন। তবে প্রাক্তন কংগ্রেস নেতার বক্তব্য, কোনওরকম বিভাজন নয়, তাঁর এহেন মন্তব্যের আসল উদ্দেশ্য ছিল সকলকে সমান দেখানো। আজাদের কথায়, এই দেশ সবার। তাই হিন্দু, মুসলিম, রাজপুত, গুজ্জর সকলেরই দায়িত্ব দেশকে রক্ষা করা। তবেই থামবে হিংসার ঘটনা।
আরও শুনুন: গানের তালে ছুড়ে দিলেন জাতীয় পতাকা! তিরঙ্গাকে অবমাননার অভিযোগে বিপাকে বিদেশিনি
আসলে কিছুদিন আগে, সংসদে এই প্রসঙ্গে মন্তব্য রাখতে গিয়ে মুসলিমদের বহিরাগত বলে ইঙ্গিত করেন এক বিজেপি নেতা। সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন আজাদ। এই ইস্যুতেই তাঁর সাফ দাবি, এ দেশে কেউ বহিরাগত নয়। এখানে যারা জন্মায় তারা সকলেই হিন্দু। তবে তাঁর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। আজাদের মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরাও। তবে এই বক্তব্যকে সমর্থনও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এই ইস্যুতে আরও একবার উত্তাল নেটদুনিয়া।