রূপান্তরকামীদের লড়াইয়ের গল্প নিয়ে ফের রুপোলি পর্দায় হাজির সুস্মিতা সেন। রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন তিনি। কিন্তু কে এই শ্রীগৌরী? কেনই বা তাঁর চরিত্র উঠে এল সিনেমার পর্দায়? শুনে নিন।
সমাজের মূল স্রোতের বাইরে যাঁরা দাঁড়িয়ে থাকেন, তাঁদের লড়াইটা সহজ নয়। আর সেই লড়াইয়ে যখন যৌন পরিচয় জড়িয়ে যায়, তখন তা অন্য মাত্রা পায়। যে লড়াইটা নিত্যদিন লড়তে হয় রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষদের। সেই লড়াই আইনের সঙ্গে, সেই লড়াই সমাজের সঙ্গে, সেই লড়াই নিজের সঙ্গেও। আর তেমনই একজন লড়াকু মানুষের গল্পে এবার নিজেকে দাঁড় করিয়েছেন সুস্মিতা সেন। ‘নমস্কার। আমি গৌরী। এই গল্প আমার মতো আরও অনেক অনেক মানুষের…’ এই কথা বলেই সম্প্রতি ছবির ট্রেলার সামনে এনেছেন তিনি। আসলে রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের জীবনযুদ্ধের কাহিনি ঘিরেই ‘তালি’ নামের এই ওয়েব সিরিজটি তৈরি করেছেন পরিচালক রবি যাদব। কিন্তু কে এই শ্রীগৌরী সাওয়ান্ত? কেনই বা তাঁর চরিত্রে অভিনয় করতে রাজি হলেন ব্রহ্মাণ্ডসুন্দরী?
মুম্বইয়ের বাসিন্দা শ্রীগৌরী বা গৌরী সাওয়ান্ত রূপান্তরকামীদের কল্যাণের জন্য কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরেই। জন্মসূত্রে বাবা-মা তাঁর নাম দিয়েছিলেন গণেশ। শরীরটা পুরুষের। কিন্তু মনে মনে নিজেকে নারীই ভাবতেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেন গৌরী। তাঁর মতো যেসব মানুষ নিজেদের যৌন পরিচয় নিয়ে সংকটে রয়েছেন, যাঁরা সমাজের প্রতিকূলতার ভয়ে সেই পরিচয় প্রকাশ করতে পারেন না, তাঁদের পাশে দাঁড়িয়ে লড়াই শুরু করেন তিনি। রূপান্তরকামীদের আইনত স্বীকৃতি পাওয়ার দাবিতে শ্রীগৌরী লড়াই করেছিলেন সুপ্রিম কোর্টেও। এইচআইভি ও এইডস নিয়ে সচেতনতা বাড়ানোর কাজেও ঝাঁপিয়ে পড়েন তিনি। এই সম্পর্কিত একটি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র ইলেকশন কমিশনের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছেন এই ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট।
কোনও পুরুষের বদলে তাঁর চরিত্রে যে সুস্মিতা সেন অভিনয় করছেন, এতে খুশি গৌরী। কারণ তিনি মনে করেন, সুস্মিতার সঙ্গে তাঁর নিজের জীবনের মিল রয়েছে? কোথায় সেই মিল? গৌরীর সাফ উত্তর, মাতৃত্বে। শোনা যায়, ছেলেবেলায় স্কুলে শিক্ষিকা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কী হতে চান। উত্তরে গৌরী বলেছিলেন, মা হতে চান তিনি। সেদিন হতবাক শিক্ষিকা বুঝেই উঠতে পারেননি, একজন পুরুষ কী করে মা হবে। কিন্তু এখন সত্যিই মা হয়ে উঠেছেন গৌরী। অসংখ্য রূপান্তরকামী মানুষের কাছে তিনি মায়েরই মতো। আর সেই কারণেই তাঁর চরিত্রে অভিনয় করতে রাজি হন সুস্মিতা সেন, গৌরীকে এমনটা জানিয়েছেন তিনি নিজেই। আপাতত গৌরীর কাহিনিতেই তাঁদের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন দেশের রূপান্তরকামী মানুষেরা।