মুসলিম হয়েও শিবের ভজন গেয়েছিলেন। সেই ‘অপরাধে’ প্রাণ গেল গায়িকার ভাইয়ের। যোগীরাজ্যের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও। ঠিক কী জানা গিয়েছে পুলিশের তরফে? আসুন শুনে নিই।
দিদি শিবের ভজন গেয়েছেন। সেই অপরাধের শাস্তি পেলেন ভাই। রাতের অন্ধকারে খুন করা হল তাঁকে। ঘটনায় শোকের আবহ এলাকায়। পরিবারের লোকজনও রীতিমতো ভয় পেয়েছেন এই কাণ্ডে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরও শুনুন: গৃহবধূরা ফেলনা নন! সিভি-তে ১৩ বছর ঘর সামলানোর কথা লিখে প্রশংসা কুড়োলেন মহিলা
ঘটনাটি মুজফফরনগরের। যোগীরাজ্যের এই এলাকায় মূলত মুসলিম আধিক্য চোখে পড়ে। সেখানকার এক গায়িকা ফরমানি নাজ কিছুদিন আগে মহাদেবের ভজন গেয়েছিলেন। তাঁর গলায় ‘হর হর শম্ভু’ বেশ সাড়া ফেলেছিল নেটদুনিয়ায়। গানটি ভাইরাল হয়ে পড়ে কিছুদিনের মধ্যেই। তবে হিন্দু দেবতাকে নিয়ে গাওয়া এই গান মুসলিম সমাজের অনেকেই ভাল ভাবে নেননি। বারবার এ ইস্যুতে সমালোচিত হন গায়িকা। এমনকি তাঁর পরিবারকেও বিভিন্নভাবে হেনস্তার খবর প্রকাশ্যে আসে। তবে ফরমানি এসবে বিশেষ পাত্তা দিতেন না। তাঁর কথায়, শিল্পীর কোনও ধর্ম হয় না। তাই এই গান গাওয়ায় কোনও অপরাধ খুঁজে পাননি তিনি। তবে মুসলিম সমাজে হিন্দু দেবতার ভজন গাওয়া ‘হারাম’। তাই অনেকেই চেয়েছিলেন ওই গান ব্যান করা হোক, বা গায়িকা নিজে ক্ষমা চান। একাধিকবার হুমকি বা ক্ষতি করার ভয়ও দেখানো হয়েছে তাঁকে। তবে সম্প্রতি সেই গান গাওয়ার জন্য চরম শাস্তি পেলেন ফরমানি। তাঁর ভাইকেই কার্যত কুপিয়ে খুন করল দুস্কৃতীরা।
আরও শুনুন: ভরপেট খেয়ে আয়েশে ঘুম! বিছানা পেতে খাদ্যরসিকদের জন্য অভিনব ব্যবস্থা রেস্তরাঁয়
পুলিশ মারফত জানা গিয়েছে, ঘটনার দিন খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। রাস্তায় তাঁকে ঘিরে ধরে তিনজন বাইক আরোহী। তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফরমানির ভাই। এবং তখনই তাঁকে ছুরি দিয়ে আঘাত করে ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। সেই মুহূর্তে এলাকা থেকে চম্পট দেয় ওই তিন বাইক আরোহী। মনে করা হচ্ছে, সেদিন তাঁর দিদির গান গাওয়া ইস্যুতেই বচসায় জড়িয়েছিলেন যুবক। তবে সেই বচসার যে এমন পরিণতি হবে তা বুঝতে পারেননি কেউই। যুবকের মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে ওই এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।