সঙ্গমের দৃশ্যে গীতাপাঠ নিয়ে তোলপাড় দেশের সিনেমহল। কিন্তু ‘ওপেনহাইমার’ সিনেমার এই দৃশ্যই নাকি তাঁর সবচেয়ে পছন্দ হয়েছে, এমনটাই জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু কেন এই দৃশ্যটি পছন্দ হল তাঁর? আসুন, শুনে নেওয়া যাক।
সদ্যপরিচিত এক তরুণীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন বিজ্ঞানী ওপেনহাইমার। দুজনের সঙ্গমের এক দৃশ্যে দেখা যাচ্ছে, গীতা খুলে একটি শ্লোক পাঠ করেন তিনি। ক্রিস্টোফার নোলানের সাম্প্রতিক ছবি ‘ওপেনহাইমার’-এর এই দৃশ্য নিয়েই বিতর্ক উসকে উঠেছে এ দেশে। যৌনতার সময়ে ভগবদ্গীতার উল্লেখ ও তা পাঠ করাকে গীতার অসম্মান বলেই দাবি করছে হিন্দুত্ববাদীরা। এমনকি ওই দৃশ্য কীভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল, তা নিয়ে মুখ খুলেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কিন্তু কঙ্গনা রানাউত, যিনি সাধারণত গেরুয়া শিবিরের সুরে সুর মিলিয়েই থাকেন, এই ইস্যুতে তাঁর গলায় শোনা গেল অন্য সুর। সম্প্রতি এই সিনেমা দেখার পর কঙ্গনার খোলা প্রশংসা, ছবির ওই দৃশ্যটিই নাকি সবচেয়ে ভাল লেগেছে তাঁর।
আরও শুনুন: ভারতের জন্য বদল ‘ওপেনহাইমারে’র নগ্ন দৃশ্যে! খাজুরাহোর দেশেই ছুঁতমার্গ কেন, উঠছে প্রশ্ন
‘ওপেনহাইমার’ ছবির যে দৃশ্য নিয়ে এত বিতর্ক, তা এতদিনে বোধহয় সকলেরই জানা হয়ে গিয়েছে। ছবিতে একসময় দেখা যায়, সঙ্গমের পরই বিছানা থেকে উঠে পড়ে ওপেনহাইমার-এর সঙ্গিনী জিন। ঘুরে ঘুরে দেখতে থাকে ওপেনহাইমারের বইয়ের আলমারি। সেখান থেকেই একটি বই টেনে নেয় সে। ওপেনহাইমার জানান, বইটি সংস্কৃতে লেখা মূল গীতা। এরপর গীতার এক জায়গা খুলে ওপেনহাইমারকে তা পাঠ করার নির্দেশ দেয় জিন। আর সেই সময়েই ফের পুরুষটির সঙ্গে ঘনিষ্ঠ হয় সে। সেই ঘনিষ্ঠ মুহূর্তেই ওপেনহাইমারের মুখে শোনা যায় ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোক, যার অর্থ, “আমিই মৃত্যু হয়ে উঠেছি। আমিই পৃথিবীর ধ্বংসের কারণ।” এই দৃশ্য নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে সরব হিন্দুত্ববাদীরা। যৌন দৃশ্যে গীতার ব্যবহার নিয়ে রীতিমতো ক্রুদ্ধ তাঁরা। কিন্তু একটি বিদেশি ছবিতে, তাও আবার এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে যে হিন্দু ধর্মগ্রন্থটিকে ব্যবহার করা হয়েছে, তা দেখেই অভিভূত কঙ্গনা রানাউত। তাঁর বক্তব্য, ওই দৃশ্যে ওপেনহাইমার যে গীতার শ্লোক অর্থাৎ বিষ্ণুর বাণী আওড়ান, তা আসলে নিজের ভেতরের বিষ্ণুকে জাগিয়ে তোলার জন্য। কঙ্গনা আরও বলেছেন, এই ছবি তাঁর কাছে একরকম সিনেম্যাটিক অর্গাজম। পদার্থবিদ্যা আর রাজনীতি, এই দুই বিষয়কে ঘিরেই নাকি চূড়ান্ত আবেগ রয়েছে অভিনেত্রীর। আর সেই কারণেই ‘ওপেনহাইমার’ ছবিটি ঘিরেও আবেগে ভেসেছেন কঙ্গনা।
আরও শুনুন: আনারকলি পরে কত্থক নাচ রণবীর-টোটার, ট্যাবু ভাঙছে কি মেনস্ট্রিম সিনেমা?
যদিও এর আগে কঙ্গনা নিজেই মার্কিন সিনেমা বয়কটের ডাক দিয়েছিলেন। আত্মনির্ভর ভারত গড়ার জন্য দেশের সিনেমাকেই গুরুত্ব দিতে হবে, এমনটাই মত ছিল তাঁর। এবার তাঁর ওপেনহাইমার দেখতে যাওয়া এবং সেই সিনেমা ঘিরে এহেন উচ্ছ্বসিত পোস্ট দেখে অভিনেত্রীকে বিঁধতে ছাড়েননি অনেকেই। তাঁর সেই পুরোনো পোস্টটি ফিরিয়ে এনেও খোঁচা দিয়েছেন নেটিজেনদের একাংশ। তবে ‘ওপেনহাইমার’ নিয়ে আবেগের জেরে সেসব কথা উড়িয়েই দিয়েছেন কঙ্গনা রানাউত।