ভয়ানক বিপদের মধ্যে পড়েছেন তিনি। ইসলাম ধর্ম ত্যাগ করে বাঁচতে চান। এই আরজি নিয়েই রীতিমতো শোরগোল বাধিয়ে দিলেন উত্তরপ্রদেশের এই মহিলা। এমনকি খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থও হয়েছেন তিনি। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
ইসলাম ধর্ম ছাড়তে চান তিনি। এই একই বুলি আওড়ে চলেছেন মহিলা। তিনি যে ভয়ংকর বিপদের মধ্যে রয়েছেন, তার থেকে উদ্ধার পাওয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই দাবি তাঁর। আর এই দাবি জানিয়েই থানার সামনে রীতিমতো শোরগোল বাধিয়ে দিলেন উত্তরপ্রদেশের এই মহিলা। শুধু পুলিশে গিয়েই অবশ্য ক্ষান্ত হননি তিনি, খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থও হয়েছেন মহিলা, এমনটাই খবর।
আরও শুনুন: শ্রাবণমাসে ‘হালাল’ চা দেওয়া হয়েছে বন্দে ভারতে! রেলযাত্রীর অভিযোগে ব্যাপক শোরগোল
জানা গিয়েছে, ওই মুসলিম মহিলা যোগীরাজ্যের রামপুর এলাকার বাসিন্দা। সেখানকার স্থানীয় থানার সামনেই তাঁকে চিৎকার করে অভিযোগ জানাতে দেখা গিয়েছে কোনও ব্যক্তির বিরুদ্ধে। একইসঙ্গে নিজের ধর্মকেও নাকচ করেছেন ওই মহিলা। তাঁর দাবি, নিজের প্রাণের আশঙ্কা করছেন তিনি। একজন নয়, একাধিক ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগে সরব হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিরা জোর করে তাঁকে পোশাক খুলতে বাধ্য করেছে। এরপর সেই ঘটনার জেরেই তাঁকে ব্ল্যাকমেল করে চলেছে তারা। যদিও অভিযুক্তদের পরিচয় জানা যায়নি। তবে তাঁকে খুন করার জন্য ৭ লক্ষ টাকা দিয়ে পেশাদার খুনি নিয়োগ করা হয়েছে, এমনটাই দাবি ওই মহিলার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও পোস্ট করেন এক সাংবাদিক। আর সেই সূত্রে মহিলার কাণ্ড ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। দেখা গিয়েছে, পুলিশ তাঁকে শান্ত করার চেষ্টা করলেও মহিলাকে নিরস্ত করা যায়নি। বরং ভীষণ ভয় পেয়েই ক্রমাগত সুর চড়িয়ে চলেছেন তিনি। আর সেই ভয়ের মধ্যে রয়েছে নিজের ধর্ম থেকে ভীতির কথাও। মহিলার কথা থেকে অনুমান করা যায়, তিনি যে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা সম্ভবত ধর্মে মুসলিম। তাই ইসলাম ধর্মের প্রতিই তীব্র বিতৃষ্ণা প্রকাশ করেছেন ওই মহিলা। তাঁর সাফ কথা, ধর্মের সংস্রব ত্যাগ করতে চান তিনি। তিনি বোরখা পরতেও চান না, কারণ এই পোশাকটিকে অবদমনের প্রতীক বলেই মনে করেন তিনি। এই বিশেষ পোশাকে তিনি নিজেকে আরও বিপন্ন বলেই মনে করেন, এমনটাই দাবি ওই মহিলার। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য খোদ যোগী আদিত্যনাথের থেকেই সাহায্য প্রার্থনা করেছেন মহিলা।
আরও শুনুন: অপহরণ করেছিল মুসলিম ব্যক্তিরা, সেই অপহরণকারীদেরই বিয়ে করতে বাধ্য হল ৩ হিন্দু বোন
এমনিতে সাম্প্রদায়িক ইস্যুতে বারে বারেই বিতর্ক উসকে ওঠে যোগীরাজ্যে। সেই তালিকায় নয়া সংযোজন এই মহিলার ঘটনা।