বিজেপির বিরুদ্ধে টক্কর দিতে তৈরি হয়েছে বিরোধী জোট। আত্মপ্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়া। কিন্তু সেখানে নেই আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM। আর তাই নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য ভেসে এল দলের তরফে। কী সেই দলের বক্তব্য? আসুন শুনে নিই।
পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপি বনাম ‘ইন্ডিয়া’ দ্বৈরথের সাক্ষী হতে চলেছে দেশ। প্রায় ২৬টি সমমনস্ক দল মিলে তৈরি হয়েছে বিরোধী জোট। যেখানে ডেভল্পমেন্টের পাশাপাশি আছে ইনক্লুসিভ শব্দটিও। কিন্তু সেই ইনক্লুসিভনেস বা গ্রহিষ্ণুতা নিয়েই এবার বড় প্রশ্ন তুলে দিল আসাদউদ্দিন ওয়েইসির দল। এই জোটে তাঁর দল ডাক পায়নি। তাই তাঁর দলের দাবি, বিরোধী জোট তাঁর দলকে রাজনৈতিক ভাবে অস্পৃশ্য বলেই মনে করে।
আরও শুনুন: রসগোল্লা সন্দেশকে টেক্কা দিয়ে বিশ্বসেরা মিষ্টির তালিকায় দক্ষিণের বিখ্যাত মিষ্টি, কী জানেন?
বিরোধী এই জোট নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল দেশের রাজনীতিতে। সমমনস্ক বিরোধী দলগুলি তাঁদের নিজস্ব স্বার্থ সরিয়ে রেখে সার্বিক ভাবে বিজেপি বিরোধিতায় একজোট হবে কিনা, তা নিয়ে প্রশ্ন ছিল। তবে সেসব প্রস্ন এখন অতীত। চব্বিশের লোকসভায় বিজেপিবিরোধী জোট এখন বাস্তব। এবং এই জোট যে রাজনৈতিক ভাবে বিজেপিকে কড়া টক্করের মুখে ফেলবে, এমনটাই জানিয়েছেন জোটের মধ্যমণি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই জোটে ডাক পায়নি AIMIM। দলের জাতীয় মুখপাত্র ওয়ারিশ পাঠানের দাবি, বিরোধী দলগুলি তাঁদের দলকে রাজনৈতিক ভাবে অস্পৃশ্য মনে করে। তাই ডাক পাঠায়নি। একই সঙ্গে সংখ্যালঘু ভোটের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। তাঁর মতে, এই বিরোধী দলগুলি সংখ্যালঘু ভোট চায়। কিন্তু তাঁদের প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলকে জোটের মধ্যে রাখতে চায় না। নীতিশ কুমার, উদ্ধব ঠাকরেদের প্রসঙ্গও টেনে এঞ্ছেন তিনি। খানিক কটাক্ষ করেই তিনি বলেছেন, এককালে ওঁরা বিজেপিতে ছিলেন। এখন নিশ্চ্যই ধর্মনিরপেক্ষ। অর্থাৎ জোটের ধর্মনিরপেক্ষতা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। একই ভাবে কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন তিনি। তাঁর দাবি, একসময় তো কেজরিওয়াল কংগ্রেসকেও আক্রমণ করেছিল। তিনিও এই জোটে ডাক পেয়েছেন। অর্থাৎ বিরোধী জোটে অনেকেই পারস্পরিক মতবিরোধ সরিয়ে রেখে এক প্ল্যাটফর্মে এসেছেন। তা সত্ত্বেও ডাক পায়নি ওয়েইসির দল। আর তাই এই জোট নিয়ে খানিক কটাক্ষই ছুড়ে দিল ওয়েইসির দল।
#WATCH | Mumbai | On the Opposition meeting in Bengaluru, AIMIM National Spokesperson Waris Pathan, says “They did not call us, we are political untouchables for them. There are leaders who were once with BJP including Nitish Kumar, Uddhav Thackeray and Mehbooba Mufti. We saw… pic.twitter.com/zkIMbOjuXd
— ANI (@ANI) July 19, 2023