তাঁদের সফল দাম্পত্যের কথা অনেকেই শুনেছেন। জীবনের যাবতীয় সাফল্যের নেপথ্যে বারবার স্ত্রী-র কথা উল্লেখ করেন ইনিফোসিস কর্তা নারায়ণ মূর্তি। দেশের অন্যতম ধনী এই ব্যবসায়ী, সম্প্রতি আরও এক ঘটনার প্রসঙ্গে স্ত্রী সুধা মূর্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
কথায় আছে, যে কোনও পুরুষের সাফল্যের নেপথ্যে একজন মহিলার ভূমিকা থাকে। সবাই হয়তো এই মন্তব্য সমর্থন করেন না, তবে অনেকেই কিন্তু করেন। আর সেই তালিকায় রয়েছেন খোদ ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তিও। বহুবার নিজের সফল জীবনের নেপথ্যে স্ত্রী সুধা মূর্তির কথা উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি এক বানিজ্যিক সভাতেও এ প্রসঙ্গে জীবনের এক কাহিনি শুনিয়েছেন তিনি।
আরও শুনুন: ভিনশহরে বিশ্বকাপের ম্যাচ, রাত কাটাবেন কোথায়? স্টেডিয়ামের পাশেই নতুন আউটলেট খুলছে OYO
দেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা। বিদেশের মাটিতেও ইনফোসিসের সুনাম কারও অজানা নয়। তবে একদিনে এই ব্যাপ্তি আসেনি। নেপথ্যে রয়েছে সংস্থার প্রতিটি কর্মীর চেষ্টা। এবং অবশ্যই ইনিফোসিস কর্তা নারায়ণ মূর্তির দূরদৃষ্টি। সেই নারায়ণ মূর্তিও যদিও নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন স্ত্রী সুধা মূর্তিকে। সম্প্রতি এক বাণিজ্যিক সভায় তাঁকেই প্রধান অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছিল। সেখানে তাঁর এই ব্যাপক সাফল্য সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে প্রথমেই নিজের অধ্যবসায় ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার কথা বলেন নারায়ণ মূর্তি। তবে ঠিক কীভাবে এতবড় ঝুঁকি নেওয়ার সাহস তাঁর হয়েছিল, সে প্রসঙ্গে নিজের স্ত্রী-র কথা উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, স্ত্রী সুধা মূর্তির সমর্থন ছাড়া এতকিছু করতে পারতেন না তিনি। এ প্রসঙ্গে ১৯৭৬ সালের এক ঘটনার কথা উল্লেখ করেন ইনিফোসিস কর্তা। সে বছর স্ত্রী-র জন্মদিনের দিনেই পুরনো চাকরিটি ছেড়েছিলেন তিনি। তারপর সে কথা স্ত্রী-কে এসে জানান। সেইসঙ্গে তিনি যে নতুন একটা ব্যবসা শুরু করতে চলেছেন, সে কথাও স্ত্রী-কে বলেন নারায়ণ। স্বামীর এমন সিদ্ধান্ত শুনে সেদিন এতটুকু বিচলিত হননি সুধা মূর্তি। বরং তাঁকে সাহস দিয়ে এগিয়ে যাওয়ার কথাই বলেন তিনি। সংসার চালাতে কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দেন।
আরও শুনুন: ‘কোরান নিয়ে এমন সিনেমা বানিয়ে দেখান!’ ভাবাবেগের প্রশ্নে ‘আদিপুরুষ’ নির্মাতাদের ‘তোপ’ বিচারপতির
ইনিফোসিস কর্তার দাবি, সেদিন যদি স্ত্রী এমনভাবে সমর্থন না জানাতেন তাহলে হয়তো আজ এই জায়গায় পৌঁছাতেই পারতেন না তিনি। শুধু ওই একদিন নয়, জীবনের সমস্ত ওঠানামায় স্ত্রী সুধাকে পাশে পেয়েছেন বলেই জানিয়েছেন নারায়ণ মূর্তি। অন্যদিকে সুধা মূর্তিও তাঁদের দাম্পত্য জীবনের একাধিক কাহিনি প্রকাশ্যে এনেছেন। তাঁর সাধারণ জীবনযাপন আর যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত, নেটিজেনদেরও মুগ্ধ করে বারবার। সম্প্রতি নারায়ণ মূর্তির মুখে এই কাহিনি শুনেও একই প্রতিক্রিয়া তাঁদের। নেটদুনিয়ায় প্রায় সকলেই এই দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
#MCStartupConclave: “I was very lucky in that I had the support of my wife. I still remember when I resigned on her birthday on 19 August 1976, I met her & wished her happy birthday & said that I have resigned,” N Narayan Murthy said.
Watch the video to know how Sudha Murthy… pic.twitter.com/0wNaxEFXf1
— Moneycontrol (@moneycontrolcom) July 7, 2023