ভারতে ধনী ক্রিকেটার বলতেই কাদের কথা মাথায় আসে? শচীন কোহলি কিংবা ধোনির কথা অনেকে ভাববেন। কিন্তু এঁদের কারওর ২০ হাজার কোটির সম্পত্তি নেই। এই বিশাল পরিমাণের সম্পত্তির জেরে দেশের সবথেকে ধনী ক্রিকেটারের তকমা পেয়েছেন অন্য একজন। কার কথা বলছি? আসুন শুনে নিই।
স্রেফ খেলা নয়। ভারতে ক্রিকেট এক আবেগের নাম। বিভিন্ন ক্ষেত্রে একাধিকবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট উঠেছে ভারতীয় শিবিরের মাথায়। শচীন, কোহলি মতো খেলোয়াড়রা বিশ্বের সেরার সেরা ক্রিকেটারের খেতাবও পেয়েছেন। তাই অর্থের দিক দিয়েও এঁরা যথেষ্ট বিত্তবান। কিন্তু এঁদের কেউই দেশের সবথেকে ধনী ক্রিকেটার নন।
আরও শুনুন: শচীন-ধোনি নন, তবু আস্ত একটা স্টেডিয়ামের মালিক দেশের এই ক্রিকেটার
গোটা বিশ্বে সবচেয়ে বেশি উন্মাদনা যে খেলাকে ঘিরে, নিঃসন্দেহে ক্রিকেট তার মধ্যে অন্যতম। ভারতও তার ব্যতিক্রম নয়। ভারতীয় ক্রিকেটার হিসেবে অনেকেরই সবার আগে মাথায় আসে শচীন, ধোনি কিংবা কোহলির নাম। গোটা বিশ্বের ক্রিকেটমহলেও এই নামগুলি যথেষ্ট আলোচিত। ক্রিকেট ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এঁদের রোজগারের সুযোগ রয়েছে। কেউ হয়তো নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, কেউ বা একটা বিজ্ঞাপনের জন্য মোটা টাকা নিয়ে থাকেন। পাশাপাশি আইপিএলের মতো বানিজ্যিক ক্রিকেট প্রতিযোগিতা থেকেও ভালো টাকা রোজগার হয় এঁদের। যার জেরে অনেকেরই মোট সম্পত্তির পরিমাণ হাজার কোটি ছাড়িয়েছে। তবু এই তিন মহারথীর কেউওই দেশের সবথেকে ধনী ক্রিকেটার নন। সে তকমা পেয়েছেন সমরজিতসিন গায়কোয়াড়ের। গুজরাটের এই ক্রিকেটার একসময় দেশের প্রথম শ্রেণীর খেলোয়াড় ছিলেন। সেইসঙ্গে রনজি ট্রফিও খেলেছেন তিনি। তবে পরিবার সূত্রে তিনি বিপুল সম্পত্তির মালিক। আসলে গুজরাটের এক রাজপরিবারে তাঁর জন্ম। বাবার মৃত্যুর পর মহারাজা উপাধিও পেয়েছেন তিনি। তারপরই প্রায় ২০ হাজার কোটির মালিক হয়েছেন সমরজিতসিন। বিশ্বের সবথেকে বড় ব্যক্তিগত প্রাসাদটিও তাঁরই। সেইসঙ্গে গুজরাট ও বেনারসের মোট ১৭টি মন্দির পরিচালনার দায়ভারও তাঁর পরিবারের। সব ক্ষেত্রেই ভালো টাকা রোজগার হয় তাঁর।
আরও শুনুন: ১৯৮৩ সালের ২৫ জুন ভারতের ক্রিকেট জেগে উঠেছিল এক নতুন দিনের ভোরে
একসময় ক্রিকেট দুনিয়ায় বেশ পরিচিতি ছিল তাঁর। স্রেফ ক্রিকেটার হিসেবে নয়, বরোদা ক্রিকেট অ্যাশোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন তিনি। তবে বরাবরই অগাধ সম্পত্তির জেরে তাঁর নাম চর্চায় এসেছে। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সম্পত্তি রয়েছে তাঁর। বর্তমানে পারিবারিক ব্যবসা সামলানোর পাশাপাশি ক্রিকেট জগতের সঙ্গেও বিভিন্নভাবে নিজেকে যুক্ত রেখেছেন। নতুন প্রজন্মের ক্রিকেটাররাও যথেষ্ট সম্ভ্রম করেন সমরজিতসিন।