ব্যক্তিগত ক্ষেত্রে নানা অন্যায়, অসাম্যের বিরুদ্ধে কেন সুবিচার পাবেন না মুসলিম নারীরা? এই প্রশ্নেই অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোর সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাহলে হিন্দু সমাজের বৈষম্যগুলি নিয়ে তিনি চুপ কেন? অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে এবার এমনই প্রশ্ন ছুড়ে দিলেন সাংবাদিক জাফর আগা। ঠিক কী বলেছেন তিনি? শুনে নেওয়া যাক।
‘এক দেশ এক আইন’। দেশজুড়ে আইনি ব্যবস্থায় বড় পদক্ষেপ করতে তৎপর মোদি সরকার। বিজেপিশাসিত সরকারের সাফ বক্তব্য, মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা করে কোনও আইনি ব্যবস্থা থাকবে না। বদলে গোটা দেশ জুড়ে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। যার ফলে অস্তিত্ব হারাবে মুসলিম ল বোর্ড। এই প্রসঙ্গে খোদ প্রধানমন্ত্রীর সওয়াল, আইনের চোখে যা ন্যায়, তা প্রাপ্য মুসলিম মেয়েদেরও। তাই মুসলিম সমাজে মেয়েদের জন্য যে বৈষম্য জারি রয়েছে, তা দূর করার জন্যই অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়ার প্রয়োজন, এমনটাই মনে করেন তিনি। আর এই প্রেক্ষিতেই এবার মোদির উদ্দেশে পালটা প্রশ্ন ছুড়ে দিলেন নামী সাংবাদিক ও লেখক জাফর আগা। তাঁর সাফ প্রশ্ন, নরেন্দ্র মোদি যখন মুসলিম সমাজের বৈষম্য দূর করার জন্য পদক্ষেপ করছেন, তাহলে হিন্দু সমাজে এখনও যে বৈষম্য জারি আছে, সেই জাতপাত বা অস্পৃশ্যতার মতো বিষয়গুলি নিয়ে তিনি চুপ কেন?
আরও শুনুন: গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর সামনে বাধা তাঁর ভক্তরাই! কোথায় সমস্যায় পড়ছেন স্বয়ং মোদি?
লিঙ্গবৈষম্য ঘুচিয়ে মুসলিম মহিলাদের সমানাধিকারের জন্যই ইউনিফর্ম সিভিল কোড জরুরি, বারবার এই বক্তব্যেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য মিশর সফর সেরে এসে প্রধানমন্ত্রী এ কথাও বলেছিলেন, মিশরের মতো সুন্নি মুসলিম অধ্যুষিত দেশেও ৮০-৯০ বছর আগেই তিন তালাক প্রথা তুলে দেওয়া হয়েছে। কিন্তু এ দেশে মুসলিম নারীদের দমন করার জন্যই সেই প্রথা জারি রাখতে চাইছে মুসলিম সম্প্রদায়ের একাংশ, এমনটাই মত তাঁর। তাঁর বক্তব্য, এই আইনি ব্যবস্থায় বিবাহ ও সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলিতে সমানাধিকার পাবেন মুসলিম মহিলারা। সম্প্রতি ভোপালের জনসভা থেকে সরাসরি মুসলিম মহিলাদের উদ্দেশ্য করেই ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছেন মোদি। জাফর আগা-র বক্তব্য, সেখানে মুসলিম সমাজের দুটি বিষয় নিয়ে কথা বলেছেন মোদি। একদিকে মুসলিম মেয়েদের অবস্থান, অন্যদিকে এই সম্প্রদায়ের পিছিয়ে থাকা শ্রেণি পসমন্দ মুসলিমদের নিয়ে তিনি কথা বলেছেন। একইভাবে হিন্দু ধর্মে এখনও অস্পৃশ্যতা জারি রয়েছে। জারি রয়েছে জাতপাতের বৈষম্যও। দলিত মেয়েদের এ দেশে নিত্য অপমানের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী খোলাখুলি কথা বলছেন না কেন, প্রশ্ন তাঁর।
আরও শুনুন: এগিয়ে মোদি! বিরোধীরা ব্যস্ত ২০২৪ নিয়ে, ২০৪৭-কে পাখির চোখ করে প্রস্তুতি শুরু প্রধানমন্ত্রীর
অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে মুসলিম মহিলাদের যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, তা নিয়ে যদিও একেবারেই ভিন্নমত নন জাফর আগা। মুসলিম মহিলাদের বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত সমস্যাগুলি মেনে নিয়েই তাঁর উদ্বেগ, বিজেপি শিবির এই সমস্যাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে কি না। আর সেই কারণেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নয়া প্রশ্ন তুললেন এই অভিজ্ঞ সাংবাদিক।