ভারতীয় সিনেমায় প্লে-ব্যাক গানের চল আজকের নয়। সেই ১৯৪০ সাল কিংবা তারও আগে থেকে সিনেমায় এই ভাবেই গান রেকর্ড চলে আসছে। স্রেফ পরিচিতি নয়, প্লে-ব্যাকের জোরে আর্থিক দিক দিয়েও স্বচ্ছল হয়েছেন বহু শিল্পী। কিন্তু তাঁদের কারও সম্পত্তিই এই প্লে-ব্যাক গায়িকার মতো নয়। বর্তমানে তিনিই দেশের সবথেকে দামী প্লে-ব্যাক গায়িকা। কার কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।
সাধারণ অনুষ্ঠানের চেয়ে সিনেমায়, প্লে-ব্যাক করলে অনেক বেশি রোজগার হয়। শিল্পী মহলের অনেকেই এই দাবি করে থাকেন। তাই অধিকাংশ গায়ক গায়িকাই প্লে ব্যাককে যথেষ্ট গুরুত্ব দেন। বর্তমানে প্লে-ব্যাক গায়িকাদের মধ্যে, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর কিংবা সুনিধি চৌহানের কথাই সবার মাথায় আসে। কিন্তু এঁদের কেউই দেশের সবথেকে দামী গায়িকা নন।
আরও শুনুন: একটা গানের জন্য নেন ৩ কোটি! অরিজিৎ বা সোনু নন, দেশের এই গায়ক কে জানেন?
তাহলে কার কথা বলছি?
প্রায় ২০০ কোটিরও বেশি সম্পত্তির জেরে এই তকমা জুটিয়েছেন তুলসী কুমার। বছর ৩৭-র এই গায়িকা বহু ছবিতে গান গেয়েছেন। তাঁর গলার জোরেই বিখ্যাত হয়েছে বেশ কিছু গান। তালিকায় অবশ্যই সাকি সাকি কিংবা সাইয়া সুপারস্টারের মতো গানগুলির কথা বলতে হয়। মূলত আইটেম সং, তবে একসময় প্রায় সমস্ত বলিউড প্রেমির মুখে মুখে ফিরত এই গান। সিনেমার নাম ভুলে গেলেও এইসব গান সহজে কেউ ভোলেন না। তাই প্লে-ব্যাক গায়িকা হিসেবে তুলসী কুমার যথেষ্ট জনপ্রিয়। সেইসঙ্গে বিখ্যাত মিউজিক কোম্পানির অন্যতম অংশীদার তিনি। পারিবারিক ব্যবসার সূত্রেও যথেষ্ট রোজগার হয় তাঁর। সেইসঙ্গে প্লে ব্যাক গান তো রয়েছেই। তবে দেশের জনপ্রিয় প্লে-ব্যাক গায়িকা হিসেবে প্রায় সকলেই শ্রেয়া ঘোষাল কিংবা সুনিধি-কে চেনেন। তুলসীর জনপ্রিয়তা অবশ্যই তাঁদের মতো নয়। কিন্তু সম্পত্তির নিরিখে সবথেকে উপরে রয়েছে তাঁর নাম। শ্রেয়া ঘোষালের সম্পত্তিও অবশ্য কম নয়। জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তি প্রায় ১৮০ কোটি। এরপরই অবশ্য রয়েছে সুনিধি। তাঁর সম্পত্তিও ১০০ কোটির কাছাকাছি।
আরও শুনুন: ইউটিউবে ভিডিও বানিয়েই ১২২ কোটির মালিক, চেনেন এই ভারতীয় যুবককে?
তবে তুলসী কুমার একা নন। গায়কদের ক্ষেত্রেও এমন ব্যতিক্রম ধরা পড়ে। জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গার বলতে আমরা যাদের চিনি, সেই অরিজিত কিংবা সোনু কেউই দেশের সবথেকে দামী গায়ক নন। এই স্বীকৃতি দখল করেছেন সুরকার এ আর রহমান। এবার গায়িকাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হিসেবেই সামনে এলেন তুলসী কুমার।