শুধু দেশেই নয়, বিদেশেও হিংসা রোখার জন্য যোগী আদিত্যনাথের উপরেই ভরসা। অন্তত এমনটাই দাবি উঠেছে নেটদুনিয়ায়। বলা হচ্ছে, ফ্রান্সে ক্রমশ বেড়ে চলা অশান্তির সমাধান এক্ষুনি করে দিতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীই। সে বক্তব্যের উত্তর মিলেছে খোদ যোগীর দপ্তর থেকেও। শুনে নেওয়া যাক।
কখনও বুলডোজার নীতি, তো কখনও ‘ঠোক দো’। হিংসা রুখতে বারে বারেই কড়া পদক্ষেপের উপর ভরসা রেখেছে উত্তরপ্রদেশ। আর সেইভাবেই অশান্তি দমন করা যায় বলে সাফ দাবি খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সম্প্রতি দেখা গেল, কেবল দেশে নয়, বিদেশেও এই যোগী মডেল কার্যকর করার পক্ষে সরব কেউ কেউ। হ্যাঁ, ফ্রান্সে সাম্প্রতিক সময়ে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে, তাঁদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে সেই হিংসা থামিয়ে দিতে পারেন একমাত্র যোগী আদিত্যনাথ। এই মর্মে সম্প্রতি প্রচার চলেছে নেটমাধ্যমে। আর এবার তাতে সায় দিল যোগীর নিজের দপ্তরও। হিন্দুদের শাস্ত্রে বলা হয়, দুনিয়া পাপে পরিপূর্ণ হলে অবতারের আবির্ভাব হয়। এবার প্রায় তেমনই সুরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, যখনই চরমপন্থা থেকে হিংসা ছড়ায়, সৃষ্টি হয় বিশৃঙ্খলা, বিশ্বের যে কোনও স্থানে স্থিতাবস্থা ভেঙে যায়, আর এই সমস্ত কিছু থেকে শান্তি পাওয়ার জন্য পৃথিবী উন্মুখ হয়ে ওঠে, তখনই প্রয়োজন হয় যোগী মডেল-এর। উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে মডেল তৈরি করেছেন মহারাজজি।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: ইদের পর মন্দিরের সামনে পশুর কাটা মাথা, গ্রেপ্তার দুই মুসলিম যুবক
সম্প্রতি অশান্তির জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিসের কাছেই ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে ১৭ বছরের এক কৃষ্ণাঙ্গ তরুণকে ফরাসি পুলিশ গুলি করে হত্যা করে বলে অভিযোগ। তার পর থেকেই সে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হিংসা। প্রায় ৫০০টি সরকারি ভবনে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে কয়েক কোটি ডলারের সম্পত্তি। হিংসার ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০০ পুলিশ আধিকারিক। পরিস্থিতির মোকাবিলায় সেনা মোতায়েন করতে হয়েছে ফ্রান্সের বিভিন্ন শহরে। কিন্তু প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করার পরেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এই পরিস্থিতিতে এক টুইটার ব্যবহারকারী টুইটে লিখেছিলেন, হিংসা থামানোর জন্য ফ্রান্সে যোগী আদিত্যনাথকে পাঠাক ভারত। তিনি ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পালটে দেবেন। দ্রুত নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই টুইটটি। যার উত্তরেই এবার টুইট করল যোগী আদিত্যনাথের দপ্তর।
আরও শুনুন: আবাসনে রাখা যাবে না কোরবানির ছাগল, হনুমান চালিশা পড়ে বাড়ি শুদ্ধ করলেন বাসিন্দারা
তবে ওই টুইটটির সত্যতা নিয়েও বিতর্ক শুরু হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি, আসলে প্রযুক্তি ব্যবহার করে ওই টুইট ছড়ানো হয়েছে যোগী-শিবির থেকেই। তবে সেসব কথায় যে আদৌ গুরুত্ব দেওয়া হচ্ছে না, সে কথাই টুইট করে প্রমাণ করে দিল যোগীর দপ্তর।