মন্দিরের সামনে পড়ে আছে পশুর কাটা মাথা। ইদের পরদিনই এমন ঘটনা। আর তার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। ইতিমধ্যেই এই ইস্যুতে দুজন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কী ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
হিন্দুদের কাছে মন্দির মাত্রেই পবিত্র স্থান। কিছু দেবী মন্দিরে বলির প্রচলন থাকলেও, বিষ্ণু মন্দিরে কোনওভাবেই পশুহত্যা হয় না। বৈষ্ণব সহ দেশের একাধিক হিন্দু সম্প্রদায় আমিষও খান না। কিন্তু তেমনই এক হিন্দু মন্দিরের সামনে পড়ে থাকতে দেখা গিয়েছে পশুর কাটা মাথা। তাও আবার ইদের পরদিন। আর এই ঘটনা নিয়েই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই চত্বরে।
আরও শুনুন: আবাসনে রাখা যাবে না কোরবানির ছাগল, হনুমান চালিশা পড়ে বাড়ি শুদ্ধ করলেন বাসিন্দারা
ঘটনাটি দিল্লির। সেখানকার এক মন্দিরের বাইরের রাস্তায় পশুর কাটা মাথা দেখে রীতিমতো অবাক হন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় হিন্দুরা মন্দিরের সামনে জমায়েত হতে শুরু করেন। দেখা যায়, একটি মোষের মাথা পড়ে রয়েছে মন্দিরের বাইরে। এমনিতে অনেক মন্দিরে মোষ বা পাঁঠা বলির চল আছে। তবে এই মন্দিরে তার প্রচলন নেই বলেই জানা গিয়েছে। তাই কে এমন কাজ করল, সেই প্রশ্নে সরব হন বাসিন্দারা। তার উপরে ইদের পর দিনই এই ঘটনা ঘটায় তা নিয়ে সাম্প্রদায়িক ইঙ্গিত করতে থাকেন কেউ কেউ। ঘটনার খবর যায় পুলিশের কাছেও। ঘটনাস্থলে পৌঁছে সবার আগে পশুর কাটা মাথা রাস্তা থেকে সরিয়ে দেন পুলিশ আধিকারিকরা। পরিষ্কারের ব্যবস্থা করা হয় মন্দির চত্বরও। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। দুই মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে তারা। জানা গিয়েছে, অভিযুক্তদের একজনের বয়স ২৭, অন্যজন ১৬ বছর বয়সি। পুলিশ সূত্রে খবর, এই দুই যুবক ঘটনার দিন স্কুটারে চেপে পশুর কাটা মাথা নিয়ে আসে এবং সুযোগ বুঝে তা মন্দিরের সামনে ফেলে রেখে চলে যায়।
আরও শুনুন: বাকিদের মতো কেন ন্যায্য বিচার পাবেন না মুসলিম নারীরা? ‘এক দেশ এক আইনের’ পক্ষে সওয়াল মোদির
তবে ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। তার ওপর ঘটনাটি ঘটেছে ইদের ঠিক পরের দিন, যা আলাদা করে বারুদ যোগ করেছে উত্তেজনায়। যদিও পুলিশের তরফে বারবার অনুরোধ করা হয়েছে, এর থেকে নতুন করে অশান্তি যেন না ছড়ায়। এর আগে, রামনবমী কিংবা এই ধরনের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসার সাক্ষী থেকেছে দেশবাসী। নতুন করে যেন সে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক প্রশাসন।