পঞ্চায়েত ভোটের আগেই বড় রদবদল নন্দীগ্রামে। সরানো হল নন্দীগ্রাম থানার আইসি-কে। ঘটনায় রাজনীতির যোগ নেই, দাবি শাসকদলের। কপ্টার দুর্ঘটনায় প্রাণরক্ষা অল্পের জন্য। বিস্তারিত জানিয়ে প্রথমবার টুইট মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস নিয়ে কড়া বার্তা রাজ্যপালের। ভোটের আবহে প্রকাশ্যে শুটআউট। আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে গুলি, মারধরের অভিযোগ। ভাঙড় কাণ্ডে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা আরাবুল-পুত্রের। নির্দল প্রার্থীদের জন্য আরও কড়া শাস্তির পথে তৃণমূল। অশান্ত মণিপুরে পৌঁছতেই মুখে রাহুল গান্ধীর কনভয়।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের আগেই বড়সড় রদবদল নন্দীগ্রামে। সরানো হল নন্দীগ্রাম থানার আইসি-কে। পুলিশ সূত্রে খবর, আইসি সুমন রায়চৌধুরী ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন। সেই ছুটি মঞ্জুর করে তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। ভোটের আগে আইসিকে এভাবে ছুটিতে পাঠানো নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলায়। এই মুহূর্তে নন্দীগ্রাম থানায় নতুন কোনও আইসি নয়, আপাতত থানার দায়িত্ব নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা গোয়েন্দা দপ্তরের অফিসার কাশীনাথ চৌধুরী। পুলিশ সূত্রে খবর, এই রদবদলের পর মহিষাদলের সিআই মানবেন্দ্র পালকে নন্দীগ্রাম থানার বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ দায়িত্ব পেয়েছেন ডিএসপি মইনুল হক।
স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম এলাকায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে সম্প্রতি। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলেরই আইসি সুমন রায়চৌধুরীকে নিয়ে আপত্তি ছিল। এই রদবদলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলেই জল্পনা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এই রদবদলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
2. কপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। বৃহস্পতিবার দুর্ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুলে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে বিপদ থেকে রক্ষা পেলেন, এখন কেমন আছেন, টুইটে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত ভোটের প্রচার সেরে উত্তরবঙ্গ থেকে আকাশপথে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টার। বড় বিপদ এড়াতে সেবক সেনাছাউনিতে জরুরি অবতরণ করানো হয় তাঁর কপ্টারটি। ঘটনায় মুখ্যমন্ত্রীর কোমরে, পায়ে চোট লাগে। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় তাঁর। ঈশ্বরের অশেষ আশীর্বাদ, পাইলটদের দক্ষতা ও ডাক্তারদের দারুণ প্রচেষ্টায় তিনি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনায় যেভাবে সাধারণ মানুষ প্রার্থনা করেছেন, তাতে যে তিনি আপ্লুত, তা-ও জানাতে ভোলেননি তিনি। এদিন হাসপাতালের তরফে দেওয়া মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে তাঁকে লম্বা সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। সঙ্গে ফিজিওথেরাপি আর সাবধানে চলাফেরা করতে হবে তাঁকে। অসুস্থতার কারণেই বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারেননি মমতা। তবে সমাজমাধ্যমে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।