‘নাম তো শুনা হি হোগা’…স্রেফ সিনেমার পর্দায় নয়। বাস্তবেও যিনি এই ডায়লগ সত্যি করে দেখিয়েছেন তিনি শাহরুখ খান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তাঁর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সম্প্রতি, ‘পাঠানের’ হাত ধরে বলিউডে কামব্যাক করেছেন কিং খান। কিন্তু তিনি নাকি একসময় পর্ন তারকা হওয়ার স্বপ্ন দেখতেন! শুনতে অবাক লাগলেও সত্যি। কারণ, এমনটা জানিয়েছেন খোদ শাহরুখই। এ প্রসঙ্গে আর কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
পর্নদুনিয়া থেকে অভিনয় জগতে পা রেখেছেন অনেকেই। বিদেশের মাটিতে এই প্রবণতা যথেষ্টই চোখে পড়ে। ভারতেও এমন নজির যে নেই তা নয়, তবে বলিউডের প্রথম সারির অভিনেতাদের কেউই সেই তালিকায় পড়েন না। কিন্তু এমনটা হলেও হতে পারত। কারণ খোদ শাহরুখ খান নাকি একসময় পর্নতারকা হওয়ার স্বপ্ন দেখতেন।
আরও শুনুন: বাকিদের মতো কেন ন্যায্য বিচার পাবেন না মুসলিম নারীরা? ‘এক দেশ এক আইনের’ পক্ষে সওয়াল মোদির
এক ইন্টারভিউতে এমনটা দাবি করেছেন খোদ কিং খান। কোনও সংকোচ বা লজ্জা নিয়ে নয়, স্পষ্টভাবে এমনটা জানিয়েছেন তিনি। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। দেশ বিদেশে তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। শুধুমাত্র অভিনয় নয়, বিভিন্ন কারণে প্রায়শই খবরের শিরোনাম দখল করেন শাহরুখ। এমনকি ভক্তদের সঙ্গে অমায়িক আচরণের জেরেই রীতিমতো চর্চায় থাকেন তিনি। সেই শাহরুখ নাকি হতে চেয়েছিলেন পর্নতারকা! প্রথমবার অভিনেতার মুখে এই দাবি শুনে, অনেকেই রীতিমতো অবাক হন। এমনকি যে অনুষ্ঠানে এমন মন্তব্য তিনি করেছিলেন, সেখানকার সঞ্চালকও রীতিমতো চমকে ওঠেন। নিজেকে সামলে শাহরুখের কাছে তিনি জানতে চান, এই ইচ্ছার কারণ কী? খুব সহজভাবে সে প্রশ্নের জবাব দেন বাদশা। হলিউডের বিখ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। এই অভিনেতাকেই নিজের অনুপ্রেরণা হিসেবে দাবি করেন শাহরুখ। অভিনয়ে পা দেওয়ার আগে, স্ট্যালোন একজন পর্নস্টার ছিলেন। তাঁর মতোই হওয়ার স্বপ্ন দেখতেন শাহরুখ। এমনকি বিশ্বসেরা পর্নস্টার হয়ে আমেরিকা যাওয়ার স্বপ্নও দেখতেন তিনি। এমনটাই সেদিনের অনুষ্ঠানে জানিয়েছিলেন কিং খান।
আরও শুনুন: দলিত বলে জগন্নাথের সামনে যেতে পারেননি রাষ্ট্রপতি! দাবি নেটদুনিয়ার, সত্যিটা কী?
যদিও তাঁর সেই স্বপ্নপূরণ হয়নি। দর্শকরা, বলা ভাল ফ্যানরা মনে রাখতে চান না; কিন্তু সাল-তারিখের হিসাব বলছে শাহরুখের বয়স প্রায় ষাটের কাছাকাছি। যার মধ্যে দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গেই যুক্ত এই কিংবদন্তি। ভালবেসে জনতা তাঁর নাম দিয়েছে, বলি-বাদশা। গত কয়েক দশক ধরে সেই বাদশার যে-জাদুতে মুগ্ধ হয়ে আছে দুনিয়া, সেই রহস্যের যেন তল মেলে না। নব্বইয়ের দিনকাল পেরিয়ে এসে, এমনকী আজকের তরুণীরাও তাঁর প্রেমে পড়ে যান। সেই বাদশার এমন মন্তব্য ঘিরে, স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর শোরগোল।