পাটনায় ১৭ দলের বৈঠকে একজোট বিরোধীরা। মতবিরোধ এড়িয়ে সিদ্ধান্ত একসঙ্গে লড়াইয়ের। ‘বিরোধীদের ফটোসেশন’, জোটকে কটাক্ষ শাহের। ‘বিজেপি ক্ষমতায় ফিরলে ভারত আর থাকবে না।’ একনায়কতন্ত্রকে বিঁধে জোটের ডাক মমতার। ইডি-সিবিআইকে তোপ, নিশানা রাজভবনকেও। মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ প্রধানমন্ত্রী মোদির। ইন্দো প্যাসিফিকে দাদাগিরি নয়, নাম না করে হুঁশিয়ারি চিনকে। পরোক্ষে তোপ রাহুলকেও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল ঘোষণা ভারতের। দুই ফরম্যাটেই ক্যাপ্টেন রোহিত শর্মা। দলে ঠাঁই বাংলার মুকেশের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় নীতীশ কুমারের ডাকা বৈঠকে একজোট ১৭ বিরোধী দল। নিজেদের মধ্যে মতবিরোধ এড়িয়ে আপাতত বিজেপি বিরোধিতায় এককাট্টা হতে চায় কংগ্রেস, জেডি(ইউ), আরজেডি, তৃণমূল, এনসিপি, পিডিপি, সব দলই। পাটনায় বিরোধীদের প্রথম বৈঠকেই স্থির হয়ে গেল পরবর্তী বৈঠকের দিনক্ষণও। ১০ কিংবা ১২ জুলাই সিমলায় হবে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক।
একের বিরুদ্ধে এক ফর্মুলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই চব্বিশের ভোট স্ট্র্যাটেজি ঠিক করছে ১৭ বিরোধী দল। জাতীয় রাজনীতির অন্যতম বর্ষীয়ান রাজনীতিক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে শুক্রবার বৈঠকে হাজির হন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, লালুপ্রসাদ যাদব-সহ বিরোধী দলের শীর্ষনেতারা। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে চাপানউতোর থাকলেও নীতীশের ডাকে বৈঠকে যোগ দেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তবে চারঘণ্টা বৈঠকের পর কেজরিওয়াল ও ডিএমকে নেতা স্ট্যালিন বেরিয়ে যান। এদিকে এই বৈঠককে ‘বিরোধীদের ফটোসেশন’ বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অমিত শাহ। তাঁর কটাক্ষ, “যতই হাত মেলান। আপনাদের একতা সম্ভব নয়। আর যদি সবাই এক হয়েও যান, তাতেও লাভ হবে না। ২০২৪-এ ভারত মোদিজিকে ফের জেতানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।” শাহ একা নন, একযোগে বিরোধীদের এই বৈঠককে কটাক্ষ করেছেন জে পি নাড্ডা, স্মৃতি ইরানি সহ বিজেপির প্রায় সর্বস্তরের নেতা।
2. পাটনার বিরোধী বৈঠক থেকে বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার রাজনীতিতে বর্তমান রাজ্যপালের ভূমিকা, গেরুয়া শিবিরের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়েও তোপ দাগলেন তিনি। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি সরকার, ফের অভিযোগ তুললেন মমতা।
লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে এদিন পাটনায় বৈঠকে বসেছিলেন ১৭টি বিরোধী দলের নেতানেত্রীরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি। বিরোধীদের মুখ বন্ধ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। আর চব্বিশের লোকসভায় এই একনায়কতন্ত্রের বিরুদ্ধেই ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। তাঁর মতে, “অনেকেই বলছেন আবার বিজেপি ক্ষমতায় এলে আর ভোটই হবে না। এই সরকার ফিরলে আর ভারত থাকবে না।” শুধু কেন্দ্রের বিজেপি সরকার নয়, রাজ্যে বিজেপির কার্যকলাপ নিয়েও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি মমতার। উপাচার্য নিয়োগ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন- একাধিক ইস্যু তুলে রাজভবনকে এদিন নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।