কেন্দ্রীয় এজেন্সি নয়, পঞ্চায়েতে জনতাই ভরসা। আপত্তি নেই কেন্দ্রীয় বাহিনীতেও। ফলতার মঞ্চ থেকে লোকসভা ভোটে লড়াইয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজভবনে খোলা হল ‘পিস রুম’। ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের পথে সংগ্রামী যৌথ মঞ্চ। দিলীপ ঘোষের বুথে প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি। নির্দল কুড়মি প্রার্থীকে হুমকির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। দেশের ইতিহাসের কালো দিন জরুরি অবস্থা। ‘মন কি বাতে’ ফের স্মৃতিচারণ মোদির। আদিপুরুষ ছবির সংলাপ বদলের ঘোষণা। ইন্দোনেশিয়া ওপেন জয় ভারতীয় জুটি সাত্বিক-চিরাগ।
হেডলাইন:
আরও শুনুন: 16 জুন 2023: বিশেষ বিশেষ খবর- ‘এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে হয়নি’, বাম-বিজেপিকে তোপ দেগে দাবি মমতার
বিস্তারিত খবর:
1. আসন্ন পঞ্চায়েত ভোট। নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় সভা করছেন দলীয় নেতৃত্বরা। অনেকে একে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবেও দেখছেন। রবিবার ডায়মন্ড হারবারের ফলতা কেন্দ্রের সভায় সেই লোকসভা লড়াইয়ের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তাঁর বক্তব্য,”একুশের ভোটে যে ব্যবধান ছিল, তা ২৩-এ বাড়বে, চব্বিশে সেই ব্যবধান আরও বাড়বে।” অন্যদিকে বিজেপির দল ভাঙানো ইস্যুতে এদিন আরও বিস্ফোরক অভযোগ তুললেন তিনি। তাঁর দাবি, মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের মতো তাঁকেও ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ২০১৯-এ দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর থেকে তিনি প্রতি বছর নিজের কাজের খতিয়ান প্রকাশ করেন। এদিন ফলতা থেকে ‘নিঃশব্দ বিপ্লব’ নামে সেই বই প্রকাশ করলেন তিনি। গত ১ বছরে কী কী কাজ হয়েছে সেখানে, তার বিস্তারিত রয়েছে এই বইতে। মঞ্চ থেকেই অভিষেক বড় রাজনৈতিক লড়াইয়ের ডাক দিয়েছেন। তাঁর কথায়, “বিজেপির সঙ্গে টাকা-ইডি-সিবিআই। আর আমাদের সঙ্গে আছে মানুষ।” অন্যদিকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানিয়ে অভিষেকের বক্তব্য, “হাই কোর্ট আমাদের খুব সুবিধা করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর কথা বলে। সব জায়গায় থাকুক কেন্দ্রীয় বাহিনী। তবু সব জায়গাতেই জিতবে তৃণমূল।” পাশাপাশি এদিন স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও সন্তানদের বিমানবন্দরে আটকে দেওয়া নিয়েও গর্জে ওঠেন তিনি। এই ইস্যুতেও বিজেপিকে এখাত নিয়েছেন তৃণমূল সাংসদ।
2. পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যাচ্ছে অশান্তির খবর। মনোনয়ন পর্বেও প্রকাশ্যে আসছে প্রাণহানির ঘটনা। তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে অশান্তির বিরোধিতায় কড়া বার্তাও দিয়েছেন তিনি। এই উদ্দেশে এবার রাজভবনে খোলা হল ‘পিস রুম’। সেখানে সরাসরি ফোন করে বা ই-মেলের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন করে যাবতীয় অভিযোগ জানানো যাবে। রাজ্যপাল সেই অভিযোগ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। তবে রাজভবনের এই ‘পিস রুম’ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। তৃণমূলের তরফে সরাসরি বলা হয়েছে, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। এরই মাঝে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, “রাজ্যপালের উচিত নিরপেক্ষ ভূমিকা পালন করা।” অশান্তির জন্য বিরোধীদেরই দুষলেন তিনি। অন্যদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর ইঙ্গিত, রাজ্যপাল নিজের পোশাক, সানগ্লাসের মতো ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীও কিনছেন সরকারি টাকায়, যা অনৈতিক। তাই রবিবার একটি টুইট করে নতুন করে রাজভবনে অডিটের দাবি তুলেছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।