নির্বাচনের আগেই দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি। কর্ণাটকে সরকার গড়েই সেই প্রতিশ্রুতি পূরণ করল কংগ্রেস। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উদ্যোগে সে রাজ্যে মহিলাদের বাসভড়া সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়া হল। এবার থেকে সরকারি বাসে বিনামূল্যেই যাতায়াত করতে পারবেন মহিলা ও রূপান্তরকামীরা। আসুন শুনে নিই।
সরকার গড়েই নির্বাচনী ইস্তেহার পূরণে ব্যস্ত কর্ণাটকের কংগ্রেস সরকার। পূর্ব প্রতিশ্রুতি মতো রাজ্যে মহিলাদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এবার থেকে কর্ণাটকে সরকারি বাসে চড়ার জন্য কোনও ভাড়া দিতে হবে না মহিলাদের। একই সুবিধা পাবেন রুপান্তরকামীরাও। ইতিমধ্যেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আরও শুনুন: মহিলা কর্মীদের সঙ্গে প্রেমের ছাড়পত্র দিচ্ছে সংস্থা! কেন বিতর্ক জমল নেটপাড়ায়?
সদ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করে কর্ণাটকে সরকার গড়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন সিদ্দারামাইয়া। জয়ের মাস ঘুরতে না ঘুরতেই পূর্ব প্রতিশ্রুতি মতো, মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবা চালু করল কংগ্রেস সরকার। পরিষেবার নাম হয়েছে ‘শক্তি’। সম্প্রতি এর আনুষ্ঠানিক সুচনা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর সচিবালয় থেকেই এদিন কয়েকটি বাস ছাড়ে। সেখানে বাস কন্ড্যাকটরের ভূমিকায় দেখা গিয়েছেল খোদ মুখ্যমন্ত্রীকেই। নিজে হাতে বাসে থাকা মহিলাদের বিনামূল্যে টিকিট দিয়েছেন তিনি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সহ আরও অনেকেই। পাশাপাশি এদিন থেকেই কর্নাটকের বিভিন্ন জেলাতে এই পরিষেবা চালু করা হয়েছে। এদিন চালকের আসনে দেখা গিয়েছে কর্নাটকের এক বিধায়ককেও। বাসের মূল চালকের সহযোগিতায় এদিন নতুন ভূমিকা পালন করেন তিনি। কংগ্রেসের দাবি, জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেখানে মহিলারা বিনামূল্যে বাসে চড়ার সুযোগ পেলে যথেষ্ট লাভবান হবে। সেক্ষেত্রে তাঁদের উন্নতি হওয়ার প্রবল আশঙ্কা থাকবে। অন্যদিকে রূপান্তরকামীরাও এই সুযোগ পাবেন বলেই জানিয়েছে কর্ণাটক সরকার। মনে করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন সে রাজ্যের ৪১.৮ লক্ষ মহিলা উপকৃত হবেন। তবে এর জন্য সরকারের প্রায় ৪ হাজার কোটি টাকারও বেশি খরচ হতে পারে বছরে। তবু এই বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে সে রাজ্যের কংগ্রেস সরকার।
আরও শুনুন: কর্ণাটকে হারেও মার নেই, জনপ্রিয়তায় শীর্ষে সেই মোদিই, তবে এগোচ্ছেন রাহুলও
সিদ্দারামাইয়া সরকারের এই উদ্যোগ রাজ্য রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইটের মাধ্যমে সেই ইঙ্গিত স্পষ্ট করেছেন। সরকার গঠনের কিছুদিনের মধ্যেই নির্বাচনের পূর্ব প্রতিশ্রুতি পূরণ করল কংগ্রেস। এই ইস্যুটিকেই বিশেষভাবে ফলাহ করেছেন রাহুল। একইসঙ্গে এই পরিষেবার দরুন রাজ্যের মহিলারা যথেষ্ট উপকৃত হবেন, সে কথাও জানিয়েছেন তিনি।